ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নবেম্বর সমাবেশ করতে চায় বিএনপি

প্রকাশিত: ০৮:০১, ৪ নভেম্বর ২০১৬

সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নবেম্বর সমাবেশ করতে চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ ৮ নবেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে বলে শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান। এ সময় তিনি বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি, তাই আশা করছি ৮ নবেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করার জন্য প্রশাসন যত শীঘ্র সম্ভব অনুমতি দেবে। রুহুল কবির রিজভী বলেন, ৭ নবেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কর্মসূচী সামনে রেখে দেশজুড়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিচ্ছে ও ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা মনে করি, এটি বর্তমান শাসকগোষ্ঠীর শুধু অগণতান্ত্রিক আচরণই নয় বরং এটি রাষ্ট্রক্ষমতার জোরে দেশব্যাপী আধিপত্য বজায় রাখার আরও একটি ন্যক্কারজনক দৃষ্টান্ত। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ৭ এবং ৮ নবেম্বর এ দুই দিনের জন্যই অনুমতি চাওয়া হয়েছে। তাই ৭ কিংবা ৮ যেদিনই অনুমতি দেয়া হোক না কেন সেদিনেই জনসভা করা হবে। তবে আমরা ৮ নবেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেনÑ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
×