ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফার্মেসিকে জরিমানা

মিটফোর্ডে অভিযান, দেড় কোটি টাকার বিদেশী ওষুধ জব্দ

প্রকাশিত: ০৮:০০, ৪ নভেম্বর ২০১৬

 মিটফোর্ডে অভিযান, দেড় কোটি টাকার বিদেশী ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিটফোর্ডে রহিম মেডিসিন মার্কেটে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার আমদানি নিষিদ্ধ (রেজিস্ট্রেশনবিহীন) বিদেশী ওষুধ জব্দ করেছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় তারা। এ সময় আমদানি নিষিদ্ধ বিদেশী ওষুধ বিক্রির দায়ে ৭টি ফার্মেসিকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে ওষুধ প্রশাসন অধিদফতর। র‌্যাবের ১০ এর ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে পুরনো ঢাকার মিটফোর্ড এলাকা বাবুবাজারের ১/২ নম্বর বাবুবাজার রহিম মেডিসিন মার্কেটের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ (রেজিস্ট্রেশনবিহীন) বিদেশী ওষুধ জব্দ করা হয়। অভিযানের সময় ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মোঃ আশরাফ হোসেন, মুহিদ ইসলাম, মনির উদ্দিন আহমেদ ও এ টি এম গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।
×