ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্থ টেস্টের প্রথম দিনেই বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা

স্টার্কের আগুন বোলিং ওয়ার্নারের ব্যাটিং ঝড়

প্রকাশিত: ০৬:২৪, ৪ নভেম্বর ২০১৬

স্টার্কের আগুন বোলিং ওয়ার্নারের ব্যাটিং ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসেই দক্ষিণ আফ্রিকা সফর করেছিল অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ভয়াবহ দুর্গতির ভেতর ছিল স্টিভেন স্মিথের অসিরা। এবার প্রোটিয়াদের ঘরের মাটিতে পেয়েছে তারা। ফরমেট ভিন্ন হলেও প্রতিশোধটা যে চরমভাবেই নেবে স্মিথরা সেটা বোঝা গেছে পার্থে বৃহস্পতিবার শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনেই। পেসার মিচেল স্টার্কের গতিময় বোলিং তোপে মাত্র ২৪২ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে ব্যর্থ একটা দিন কাটিয়েছে প্রোটিয়ারা। এবার ওপেনার ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৬২ বলে অপরাজিত ৭৩ রান করেছেন। ফলে দিনশেষে বিনা উইকেটে ১০৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। এখনও অবশ্য ১৩৭ রানে পিছিয়ে অসিরা। কিন্তু প্রথম দিনেই ব্যাটে-বলে দক্ষিণ আফ্রিকার বিপর্যস্ত দিন কেটেছে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সফরকারী দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম ওভারের চতুর্থ বলেই স্টার্ক আঘাত হেনে সাজঘরে ফেরান স্টিফেন কুককে (০)। এটি ছিল স্টার্কের প্রথম ওভারেই তুলে নেয়ার উইকেটের ১৯তম শিকার। তিন ফরমেট মিলিয়ে তিনি প্রথম ওভারে সর্বাধিক ১৯ উইকেট নেয়ার রেকর্ডের অধিকারী। ইনিংসের প্রথম ওভারেই উইকেট নেয়ার ক্ষেত্রে লাসিথ মালিঙ্গা, দৌলত জাদরান ও ডেভিড উইলি আছেন দ্বিতীয় স্থানে। তারা শিকার করতে পেরেছেন ৭ উইকেট করে। স্টার্কের সঙ্গে পরে যোগ দেন আরেক পেসার জশ হ্যাজলউডও। মাত্র ৩২ রানেই ৪ উইকেট খুইয়ে বিপদে পড়ে সফরকারী দল। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও টেমবা বাভুমা ৪৯ রানের জুটি গড়ে কিছুটা বিপদ সামলান। কিন্তু ফিরতি স্পেলে এসে ৭৪ বলে ৩৭ করা প্লেসিসকেও তুলে নেন স্টার্ক। তবে বাভুমা দারুণ খেলছিলেন। তাকে বেশ ভাল সঙ্গ দিয়েছেন কুইন্টন ডি কক। ষষ্ঠ উইকেটে তাদের ৭১ রানের জুটিতে চিড় ধরান স্পিনার নাথান লিয়ন। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করে বিদায় নেন বাভুমা ৮৬ বলে ৭ চারে ৫১ রান করার পর। এরপর অসি পেস আক্রমণের বিরুদ্ধে সংগ্রামটা একাই চালিয়ে গেছেন কক। ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করেন তিনি। তবে তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। কক ১০১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৪ রানে বিদায় নেয়ার পর আর বেশিদূর যায়নি দক্ষিণ আফ্রিকার ইনিংস। ২৪২ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের প্রথম ইনিংস। স্টার্ক ৪টি, হ্যাজলউড ৩টি এবং লেয়ন ২টি উইকেট নেন। প্রোটিয়া ব্যাটসম্যানরা রান করতে গিয়ে সংগ্রামের মুখে পড়লেও অসি ওপেনারদের মধ্যে সেটার ছিঁটেফোটাও দেখা যায়নি। বিশেষ করে মারকুটে ওপেনার ওয়ার্নার ছিলেন দারুণ ধ্বংসাত্মক। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ২৪২/১০; ৬৩.৪ ওভার (কক ৮৪, বাভুমা ৫১, প্লেসিস ৩৭, মহারাজ ১৬; স্টার্ক ৪/৭১, হ্যাজলউড ৩/৭০, লেয়ন ২/৩৮)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ১০৫/০; ২১ ওভার (ওয়ার্নার ৭৩*, মার্শ ২৯*)। *প্রথমদিন শেষে
×