ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শারজাহ টেস্টে ৫ উইকেটে পরাজিত পাকিরা

ব্রেথওয়েটের ব্যাটে ক্যারিবীয়দের জয়

প্রকাশিত: ০৬:২৩, ৪ নভেম্বর ২০১৬

ব্রেথওয়েটের ব্যাটে ক্যারিবীয়দের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ লড়াইটা একাই করেছেন ক্রেইগ ব্রেথওয়েট। শারজাহ টেস্টের উভয় ইনিংসে তার দুর্দান্ত ব্যাটিংয়েই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা ক্যারিবীয়রা মাত্র ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল। কিন্তু প্রথম ইনিংসে অপরাজিত ১৪২ রানের ইনিংস উপহার দেয়া ব্রেথওয়েট দ্বিতীয় ইনিংসেও থাকলেন অপরাজিত। তার হার না মানা ৬০ রানে ৫ উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তার আগে আর কোন ব্যাটসম্যান উভয় ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করতে পারেননি। ব্রেথওয়েট নতুন ইতহাস গড়লেন। প্রথম দুই টেস্ট জিতে আগেই সিরিজ নিশ্চিত করা পাকিরা তিন ম্যাচের সিরিজে জয় তুলে নিল ২-১ ব্যবধানে। আগেরদিনই প্রতিরোধ গড়েছিলেন ব্রেথওয়েট। একপ্রান্তে দাঁড়িয়ে তিনি বিদায় নিতে দেখেছেন সহযোদ্ধাদের। লিওন জনসন, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, জারমেইন ব্ল্যাকউড ও রোস্টন চেজরা বিদায় নিয়েছেন তাকে বেশিক্ষণ সঙ্গ না দিয়েই। লেগস্পিনার ইয়াসির শাহ ও পেসার ওয়াহাব রিয়াজ হয়ে উঠেছিলেন ভয়ানক। দলীয় ৬৭ রানের মধ্যে ৫ উইকেট হারালেও ধৈর্যচ্যুতি ঘটেনি ব্রেথওয়েটের। উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডরিখকে নিয়ে চতুর্থ দিনের বাকি সময়টা পার করেছেন নির্বিঘেœ। ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। চতুর্থ দিনশেষে ৫ উইকেটে ১১৪ রান তুলে জয় থেকে মাত্র ৩৯ রানে দূরে ছিল ক্যারিবীয়রা। পঞ্চমদিনে সাবলীলভাবেই শুরু করেছেন দু’জন। মাত্র ৭ ওভার ৫ বল লেগেছে জয় তুলে নিতে। ব্রেথওয়েট সতর্ক থেকে মাথা ঠা-া রাখলেও ডরিখ ছিলেন দারুণ আক্রমণাত্মক। তাই আর বিপদ কাছেই ঘেঁষতে পারেনি। দুই ব্যাটসম্যান অপরাজিত থেকে দলকে বিজয়ী করেই মাঠ ছেড়েছেন। পাত্তা পাননি পাকিস্তানী বোলাররা। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন অবিচ্ছিন্ন ৮৭ রান। দু’জনই অর্ধশতক হাঁকান। ডরিখ ক্যারিয়ারের চতুর্থ আর ব্রেথওয়েট ক্যারিয়ারের ১২তম অর্ধশতক পান। ওপেনার ব্রেথওয়েট ১০৯ বলে ৬ চারে ৬০ এবং ডরিখ ৮৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে ক্যারিবীয়রা। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস- ২৮১/১০; ৯০.৫ ওভার (আসলাম ৭৪, ইউনুস ৫১, মিসবাহ ৫৩, সরফরাজ ৫১; বিশু ৪/৭৭, গ্যাব্রিয়েল ৩/৬৭, জোসেফ ২/৫৭) ও দ্বিতীয় ইনিংস- ২০৮/১০; ৮১.৩ ওভার (আজহার ৯১, সরফরাজ ৪২; হোল্ডার ৫/৩০, বিশু ৩/৪৬)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ৩৩৭/১০; ১১৫.৪ ওভার (ব্রেথওয়েট ১৪২*, চেজ ৫০, ডরিখ ৪৭; ওয়াহাব ৫/৮৮, আমির ৩/৭১) ও দ্বিতীয় ইনিংস- চতুর্থ দিনশেষে ১১৪/৫; ৩৬ ওভার (ব্রেথওয়েট ৪৪*, লিও জনসন ১২, স্যামুয়েলস ১০, ডরিখ ৩৬*; ইয়াসির ৩/৩০, ওয়াহাব ২/৩০) এবং পঞ্চমদিন- ১৫৪/৫; ৪৩.৫ ওভার (ব্রেথওয়েট ৬০*, ডরিখ ৬০*; ইয়াসির ৩/৪০, ওয়াহাব ২/৪৬)। ফল ॥ ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ ॥ ক্রেইগ ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)। সিরিজ ॥ ৩ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী। সিরিজ সেরা ॥ ইয়াসির শাহ (পাকিস্তান)।
×