ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধারাবাহিকতা ধরে রাখতে চান কন্টে

প্রকাশিত: ০৬:২১, ৪ নভেম্বর ২০১৬

ধারাবাহিকতা ধরে রাখতে চান কন্টে

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমটা দুর্দান্ত কেটেছে জোহানা কন্টের। সম্প্রতি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নেন তিনি। শুধু তাই নয়, এ বছরের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হয়েছেন ব্রিটেনের এই টেনিস তারকা। তবে ২৫ বছর বয়সী এই টেনিস তারকা নিজের দাপট অব্যাহত রাখতে চান। সেই ধারাবাহিকতায় বুধবার থেকে চীনে শুরু হওয়া ডব্লিউটিএ এলিট ট্রফিতেও চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়েছেন জোহানা কন্টে। এদিন নিজের প্রথম ম্যাচে পরাজিত করেছেন অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় সামান্থা স্টোসারকে। কঠিন লড়াইয়ের পর ৬-৪ এবং ৬-২ সেটে পরাজিত করেন কন্টে। ২০১১ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেন স্টোসার। এর আগের মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালও খেলেছেন তিনি। শুধু তাই নয়, ৬১ সপ্তাহ ডাবল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ান তারকা সামান্থা স্টোসার। এবার সেই তারকাকেই হারিয়ে নিজের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত দিলেন কন্টে। ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন সামান্থা স্টোসারকে হারিয়ে দারুণ উচ্ছ্বাসিত কন্টে। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘সাম (সামান্থা স্টোসার) অনেক বড় মাপের খেলোয়াড়। তার মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে জেতাটা সবসময়ই আনন্দের। তবে তার বিপক্ষে ম্যাচে প্রতিটি সিঙ্গেল পয়েন্টের জন্যই আমি লড়াই করেছি। যে সুযোগ পেয়েছি সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি।’ গত মাসে হংকং ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন জোহানা কন্টে। এরপর আর কোর্টে নামেননি তিনি। মূলত চোটের কারণেই এরপর আর কোর্টে দেখা যায়নি ব্রিটিশ প্রতিনিধিকে। তবে সদ্য সমাপ্ত বছরের শেষ বড় টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে খেলার জন্য অবশ্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। মূলত সেরেনা উইলিয়ামস নাম প্রত্যাহার করে নেয়ার কারণেই সেখানে খেলার সুযোগ তৈরি হয়েছিল তার। পরে অবশ্য কপাল পোড়ে ব্রিটেনের এই প্রতিভাবান টেনিস খেলোয়াড়ের। কেননা শেষ মুহূর্তে তাকে হটিয়ে সেই টুর্নামেন্টে খেলার সুযোগ করে নেন রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা। যে কারণে সিঙ্গাপুরের সেই ইভেন্টে খেলা হয়নি তার। ১৯৮৩ সালে সর্বশেষ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছিলেন ব্রিটেনের জো ডুরি।
×