ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুরস্কার বিতরণ রবিবার

ইউপিইউ কংগ্রেসের পিওসি নির্বাচনে ডাক বিভাগ জয়ী

প্রকাশিত: ০৫:৫৯, ৪ নভেম্বর ২০১৬

ইউপিইউ কংগ্রেসের পিওসি নির্বাচনে ডাক বিভাগ জয়ী

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগ গত ২০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত তুরস্কে অনুষ্ঠিত ২৬তম ইউপিইউ কংগ্রেসে পোস্টাল অপারেশন কাউন্সিলের (পিওসি) নির্বাচনে জয়লাভ করেছে। এর মাধ্যমে আগামি চার বছর বাংলাদেশ বিশ্ব ডাক ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এবছর আন্তর্জাতিক পত্র লিখন প্রতিযোগিতায় ১৯২ দেশের শ্রেষ্ঠ নির্বাচিতদের মধ্যে বাংলাদেশ থেকে ১ম স্থান প্রাপ্ত নুজহাত আনজুম রহমানকে ‘ইউপিইউ স্পেশাল মেনশন’ পদকে ভূষিত করা হয়েছে। এ বিজয় উদযাপন ও বিশ্ব ডাক দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ ৬ নবেম্বর রবিবার ঢাকার ডাক ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডাক বিভাগের শ্রেষ্ঠ কর্মচারী এবং আন্তর্জাতিক পত্র লিখন প্রতিযোগিতায় বিজয়ীগণের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী উপস্থিত থাকবেন। -বিজ্ঞপ্তি আতঙ্কগ্রস্ত অভিবাসন প্রত্যাশী ভাগ্য পরিবর্তনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। ইউরোপে প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ রুট হিসেবে অনেকেই ভূ-মধ্যসাগরকে বেছে নেয়। বৃহস্পতিবার ভূ-মধ্যসাগরের লিবীয় উপকূল দিয়ে ইতালি প্রবেশের সময় অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে যায়। এদের উদ্ধারে ইতালিয়ান রেডক্রসের একটি উদ্ধারকারী জাহাজ এগিয়ে আসে। -এএফপি পান্ডা শাবকের নাম নির্বাচনে... গত তিন মাস আগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এক চিড়িয়াখানায় এই যমজ পান্ডা শাবক দুটির জন্ম হয়। চিড়িয়াখানার ওয়েবসাইটে পান্ডা শাবক দুটির নাম চাওয়া হয়। এরই মধ্যে অন্তত ১২ হাজার লোক এই পান্ডা শাবক দুটির জন্য নাম পাঠিয়েছে। ভিয়েনার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই নামগুলোর মধ্য থেকে দুটি নাম পছন্দ করে আগামী ২৩ নবেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। -এএফপি
×