ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদিজার ওপর হামলা

এক মাসেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রকাশিত: ০৫:৫৯, ৪ নভেম্বর ২০১৬

এক মাসেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ বখাটে বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজার চিকিৎসার এক মাস পূর্ণ হয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে বেরিয়ে এসে ক্রমশ সুস্থ হয়ে ওঠছে খাদিজা। মাত্র ৫ ভাগ বাঁচার আশা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিল খাদিজা। এখন তার জীবনাশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খাদিজার ওপর হামলার এক মাস পেরিয়ে গেলেও এখনও চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র (চার্জশীট) দিতে পারেনি পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দেয়া হবে। স্কয়ার হাসপাতালে চিকিৎসারত খাদিজার শারীরিক অবস্থা আশার চেয়েও বেশি উন্নতি হয়েছে বলে জানান তার বাবা মাসুক মিয়া। তিনি বলেন, খাদিজা এখন সবাইকে চিনতে পারে। কথা বলতে পারে। হাসপাতালগুলোতে রোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করুন ॥ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ দেশের সকল হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতে মুখ্য ভূমিকা পালনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসস’র। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর ডাঃ কামরুল হাসান খানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পেশ করতে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি গবেষণা কার্যক্রম জোরদার করতে বিএসএমএমইউ কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নার্স ও টেকনিক্যাল পার্সনরা যাতে রোগীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রেখে চলেন তা নিশ্চিতের জন্যও তিনি কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। সাক্ষাতকালে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত উন্নয়ন কর্মসূচী সম্পর্কে অবহিত করেন।
×