ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট

জুরাইনে গ্যাস লাইনে বিস্ফোরণ ॥ দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৭, ৪ নভেম্বর ২০১৬

জুরাইনে গ্যাস লাইনে বিস্ফোরণ ॥ দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর জুরাইনে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই পরিবারের তিনজনের মৃত্যু হলো। এদিকে খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারাত্মক দগ্ধ হয়েছেন। তারা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এদিকে খিলগাঁও এলাকায় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন- আবুল কালাম আজাদ (৪৬) ও তার স্ত্রী জেসমিন বেগম (৩৫)। এ নিয়ে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন ও দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী আজাদের মৃত্যু হয়। এর আগে ২৮ অক্টোবর জেসমিন আক্তারের ছেলে রনি (১০) ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহত আজাদের ভাতিজি অগ্নিদগ্ধ শারমিন (২২) এবং প্রতিবেশী শিশু সোহানা (৪) এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শঙ্কর পাল জানান, আবুল কালাম আজাদের শরীরের ৬০ শতাংশ, তার স্ত্রী জেসমিনের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল। উল্লেখ্য, গত ২২ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে জুরাইনের পোস্তাগোলার একটি বাড়িতে গ্যাসের পাইপলাইনে আগুন লেগে একই পরিবারের চারজনসহ ৫ জন দগ্ধ হয়। মৃত্যুর আগে ঘটনার দিন দগ্ধ জেসমিন জানান, রান্না ঘরে তার স্বামী সিগারেট জ্বালাতে গেলে চুলার গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে বাসায় আগুন ধরে যায়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। জানা যায়, দগ্ধদের মধ্যে আজাদের ভাতিজি শারমিনের শরীরের ৩৫ শতাংশ ঝলসে গেছে। ওই দিন ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছিলেন, ওই বাসার শোবার ঘরে দেয়াল ফাটা থাকায় সেখানে গ্যাসের পাইপ থেকে গ্যাস বের হতো। বাড়িওয়ালা তা মেরামতও করে দিয়েছিলেন বলে দগ্ধ কালাম জানিয়েছেন। তিনি ওই দিন ঘরে সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইনে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। দুই শ্রমিক মারাত্মক দগ্ধ ॥ রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারাত্মক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন- আলম ও রাসেল। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন আলম, রাসেলসহ কয়েকজন শ্রমিক। কাজ করার সময় তারা বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তাদের সহকর্মীরা। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহিম জানান, দগ্ধ দুই শ্রমিকের অবস্থা গুরুতর। সাত ডাকাত গ্রেফতার ॥ রাজধানীর খিলগাঁও এলাকায় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- শহিদুল (২৫), নবী (২৮), ফয়সাল (২৭), সাগর (২০), আউয়াল (২৪), হারুন (৩৫) ও সুমন (২২)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি ও দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) এসএম হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার মধ্যরাতে থানা পুলিশ খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ডাকাতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে। ২৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীতে ২৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানিয়ে বলেন, এ সময় এসব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১ হাজার ৯শ’ ৮৬ পিস ইয়াবা, ২শ’ ৬৪ গ্রাম হেরোইন, দুই কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ১শ’ ৪২টি ইনজেকশন ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী এই পুলিশ কমিশনার। আইন মন্ত্রণালয়ের ছয় কর্মকর্তার পদোন্নতি স্টাফ রিপোর্টার ॥ আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের ছয় কর্মকর্তাকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত ছয় কর্মকর্তা হলেন মোঃ মইনুল কবির, হুমায়ুন ফরহাদ, হাফিজ আহমেদ চৌধুরী, মোঃ শাহিনুর ইসলাম, ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং কাজী আরিফুজ্জামান। এই কর্মকর্তারা বিগত আওয়ামী লীগ শাসনামলে ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আইন মন্ত্রণালয়ে নবসৃষ্ট ড্রাফটিং উয়িং-এ সহকারী সচিব হিসেবে যোগদান করেন।
×