ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে শিশু ধর্ষণ

সাইফুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে

প্রকাশিত: ০৫:৫৬, ৪ নভেম্বর ২০১৬

সাইফুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৩ নবেম্বর ॥ পার্বতীপুরে আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামি সাইফুলের ৭ দিনের রিমান্ড বৃহস্পতিবার শেষ হয়েছে। শেষ দিনে আসামির ঘটনার সঙ্গে জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে । অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে সার্কেল এসপি হাসানুজ্জামান মোল্লা, পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত ) বেলাল হোসেন ও মামলার তদন্ত অফিসার এসআই স্বপন কুমার চৌধুরী এই ৪ সদস্যের রিমান্ড টিম পলাক্রমে তাকে জিজ্ঞাসাবাদ করছেন ২৮ অক্টোবর থেকে দিনাজপুর ডিবি কার্যালয়ে। এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জনকণ্ঠকে জানান, আসামি সরাসরি দোষ স্বীকার না করলেও তার চলাচল, কথাবার্তা, ঘটনার সময়ে তার অবস্থান ও প্রাপ্ত আলামত সবকিছু পর্যালোচনা করে ঘটনার সঙ্গে আসামি যে জড়িত তা নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে আরও রিমান্ডের প্রয়োজন হবে। এছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু পুজার জবানবন্দী নিতে মামলার তদন্তকারী অফিসার স্বপন কুমার চৌধুরীসহ কয়েক পুলিশ কর্মকর্তা ঢাকা রওনা হয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। পুজা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ-উল হক জানান শিশুটি এখন ভাল আছে। ১৮ অক্টোবর তকেয়াপাড়া জমিরহাটের বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। পরের দিন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায় পার্শ্ববতী হলুদ ক্ষেতে। প্রথমে স্থানীয় ল্যাম্ব হাসপাতাল, পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যালে। ২০ অক্টোবর/১৬ শিশুটিকে ধর্ষণের ঘটনায় পার্বতীপুর মডেল থানায় সাইফুল (৪২) ও আফজাল কবিরাজ (৪৫) দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
×