ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন প্রবীণ-নবীন লেখক

প্রকাশিত: ০৫:৫২, ৪ নভেম্বর ২০১৬

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন প্রবীণ-নবীন লেখক

স্টাফ রিপোর্টার ॥ এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০১৬ পেয়েছেন হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান। সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবীণ শাখায় পুরস্কার পেয়েছেন হাসান আজিজুল হক। সাহিত্যের নবীন শ্রেণীতে এ পুরস্কার পেয়েছেন স্বকৃত নোমান। বৃহস্পতিবার বাংলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম পুরস্কারপ্রাপ্ত দুই প্রবীণ ও নবীন লেখকের নাম ঘোষণা করেন। তিনি বলেন, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিকে ধরে রাখতে গত বছর থেকে এ পুরস্কার প্রবর্তন করা হয়। দেশের কথাসাহিত্যিকদের সম্মাননা প্রদান ও নতুন কথাসাহিত্যিকদের স্বীকৃতি প্রদান করাই এ পুরস্কার প্রদানের লক্ষ্য। সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে আর নবীন সাহিত্য শ্রেণীতে স্বকৃত নোমানকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। পুরস্কার হিসেবে তারা পাবেন যথাক্রমে- পাঁচ লাখ টাকা ও এক লাখ টাকা। এছাড়া প্রদান করা হবে স্মারক, উত্তরীয় ও সনদ। আগামী ১২ নবেম্বর শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের এ্যাসিসস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট এ্যাফেয়ার্স এ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী, অন্যদিনের নির্বাহী সম্পাদক আবদুল্লাহ নাসের প্রমুখ। সঞ্জীব চ্যাটার্জী বলেন, বাংলা ও বাংলাদেশের সাহিত্যের ভুবনে অনন্য এক নাম হুমায়ূন আহমেদ। গল্প-উপন্যাস রচনার পাশাপাশি নাটক কিংবা চলচ্চিত্র সৃজনেও রেখেছেন স্বতন্ত্র বৈশিষ্ট্যের স্বাক্ষর। তার রচনাশৈলী সাহিত্য ও শিল্পে যুক্ত করেছে ভিন্নমাত্রা। এ কারণেই তিনি ধারণ করেছেন এ দেশের সর্বোচ্চ পাঠকনন্দিত সাহিত্যিকের পরিচয়টি। সমাজ-বাস্তবতার অন্যতম রূপকার হাসান আজিজুল হক। বাংলার বিভিন্ন সময়ের ইতিহাস জীবন পেয়েছে তাঁর লেখায়। বিষয় হিসেবে এই লেখকের সাহিত্যে উঠে এসেছে ভারতের স্বাধীনতা সংগ্রাম, দ্বিতীয় মহাযুদ্ধ, পঞ্চাশের মন্বন্তর, সাম্প্রতিক সম্প্রীতি ও সংঘাত, পাকিস্তানের স্বৈরশাসন, বাঙালীর স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন ও এর বিভিন্ন পর্যায়। সেই সূত্রে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধোত্তর বাস্তবতা, গণতন্ত্রের অপমৃত্যু, সামরিকতন্ত্রের উত্থান ও বিকাশ। হাসান আজিজুল হক এ পর্যন্ত একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, ফিলিপস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। হুমায়ূন আহমেদ পুরস্কার তার সেই অর্জনে নতুন সংযোজন। অপরদিকে, স্বকৃত নোমান এ সময়ের উদীয়মান কথাসাহিত্যিক। ‘কালকেউটের সুখ’ শিরোনামের উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেছেন। উপন্যাস রচনার ক্ষেত্রে এই লেখক নিজস্বতা সৃষ্টি করেছেন। তার উপন্যাসে মূর্ত হয়ে ওঠে- গ্রামবাংলার বিচিত্র মানুষ, প্রকৃতির বিপুল বৈভব, ইতিহাস, সমকাল, পুরাণ, বাস্তবতা ও কল্পনা। প্রসঙ্গত, ২০১৫ সালে সামগ্রিক সাহিত্যের অবদানের জন্য হুমায়ূন আহমেদের নামাঙ্কিত এ পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক শওকত আলী এবং নবীন শ্রেণীতে পুরস্কার পেয়েছেন সাদিয়া মাহ্্জাবীন ইমাম। কঞ্জুস নাটকের ৬৮২তম প্রদর্শনী ॥ ঢাকার মঞ্চের তুমুল জনপ্রিয় নাটক কঞ্জুস। লোক নাট্যদল প্রযোজিত দর্শকনন্দিত এ প্রযোজনাটির ৬৮২তম প্রদর্শনী অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। ফরাসী নাট্যকার মলিয়েরের কমেডি ‘দ্য মাইজার’-এর রূপান্তরিত নাটক কঞ্জুস। প্রযোজনাটির রূপান্তর করেছেন খ্যাতিমান অভিনয়শিল্পী তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। নাটকের বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন- আজিজুর রহমান সুজন, ঈশিতা চাকি, মাসুদ সুমন, জিয়াউদ্দিন শিপন, খাদিজা মোস্তারী মাহিন মেঘলা, রুবেল শঙ্কর, আবু বকর বকশী, তাজুল ইসলাম, স্বদেশ রঞ্জন, মাহবুব রাব্বী তনয় প্রমুখ।
×