ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বখাটের হাতে বাবা, স্বামীর হাতে স্ত্রী খুন ॥ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৪, ৪ নভেম্বর ২০১৬

বখাটের হাতে বাবা, স্বামীর হাতে স্ত্রী খুন ॥ তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ মানিকগঞ্জে বখাটে উত্ত্যক্তকারীর হাতে বাবা ও নারায়ণগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। টঙ্গীতে ব্যবসায়ী, রূপগঞ্জে শ্রমিক ও শেরপুরে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। মানিকগঞ্জ ॥ শিবালয় উপজেলার কাক্কোল গ্রামের বিল্লাল হোসেন (৪৫) মেয়ের উত্ত্যক্তকারীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। বুধবার রাত বারোটার দিকে তার লাশ হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামের পার্শ্ববর্তী একটি খাল থেকে উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন টেইলারিং পেশার পাশাপাশি পপুলার ইন্স্যুরেন্স কোম্পানির স্থানীয় সহকারী পরিচালক হিসেবেও কাজ করতেন। নিহতের ভাই জিলাল হোসেন জানান, স্থানীয় রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া ভাতিজিকে (সাবিনুর) স্থানীয় এখলাস মাতবরের ছেলে সুমন উত্ত্যক্ত করত। এ নিয়ে পরিবারের লোকজনের কাছে নালিশও করা হয়। উপরন্তু সুমনের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেয়া হয়। মেয়ে অপ্রাপ্তবয়স্কা আর সুমনের নৈতিক চরিত্র ভাল না থাকায় বিয়ের প্রস্তাবে রাজি হয় না তার ভাই। এর পর সুমনের পরিবার দেখে নেয়ার হুমকি দেয়। পরিকল্পিতভাবে তার ভাইকে সুমনের পরিবারের লোকজন খুন করেছে বলে দাবি করেন জিলাল হোসেন। জিলাল হোসেন আরও জানান, তার ভাই ও তিনি একই দোকানে টেইলারিংয়ের কাজ করতেন। বুধবার দোকানের কাজ শেষে রাত আটটার দিকে বাইসাইকেলে বাড়ি যাওয়ার উদ্দেশে বের হন। কিন্তু অনেক রাতেও যখন তার ভাই বাড়ি ফিরছেন না তখন পরিবারে পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর জনৈক এক ব্যক্তি দেখতে পায় মাচাইন ব্রিজের নিচে একটি সাইকেল পড়ে আছে। তার কাছ থেকে খবর পেয়ে মাচাইন এলাকায় পানিতে তার ভাইয়ে মৃতদেহ দেখতে পান। তার ভাইয়ের মাথায় ধারালো কিছু দিয়ে কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গেও কোপের দাগ রয়েছে। নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে মিতু আক্তার (১৮) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। পুুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ১শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে স্বামী লালচান মিয়া পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ পুলের রেললাইন এলাকায়। বৃহস্পতিবার বিকেলে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ সিদ্ধিরগঞ্জের পুলের রেললাইন এলাকায় নিয়ে এলে আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বুধবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে স্ত্রীকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ফেলে রেখে স্বামী পালিয়ে যায়। প্রতিবেশীরা ঘটনা আঁচ করতে পেরে তাকে প্রথমে শিমরাইলের সাজেদা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে নারায়ণগঞ্জের খানপুরের ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী ॥ টঙ্গী বাজারের হোটেল ব্যবসায়ী আবু তালেবের (৫৭) মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। একপক্ষ বলছে আবু তালেব আত্মহত্যা করেছে। অপরপক্ষ বলছে তাকে হত্যা করা হয়েছে। টঙ্গী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের স্বজনরা জানায়, টঙ্গী বাজারের মায়া হোটেলের মালিক আবু তালেব টঙ্গী বাজারে তার নিজ বাড়ির নিচতলায় থাকতেন। বুধবার রাতে প্রতিদিনের মতো আবু তালেব তার রুমে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে আবু তালেব ঘুম থেকে না ওঠায় তার স্ত্রীসহ অন্যরা তাকে ডাকাডাকি শুরু করে। এতে সাড়া না দেয়ায় তারা রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পায় আবু তালেব ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলাউদ্দিন (৪০) নামে এক ব্রিকফিল্ড শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়িয়াবো এলাকার মাতুয়াইল ব্রিকফিল্ডের একটি কক্ষ থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। আলাউদ্দিন বরগুনা জেলার আমতলী থানার সিলা এলাকার নাদের মল্লিকের ছেলে। শেরপুর ॥ নালিতাবাড়ী উপজেলার নিভৃত পল্লী ফকিরপাড়া গ্রাম থেকে খন্দকার মোসলেম উদ্দিন (৩৫) নামে এক কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ির পেছনে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় দুই সন্তানের জনক মোসলেম উদ্দিনের লাশ পাওয়া যায়।
×