ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শোক শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন

প্রকাশিত: ০৪:৩৪, ৪ নভেম্বর ২০১৬

শোক শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ শোক ও শ্রদ্ধায় পালিত হলো জেলহত্যা দিবস। এতে আওয়ামী লীগসহ রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। গাজীপুর ॥ প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দীন আহমদের জন্মস্থান গাজীপুরে বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কোরানখানি, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, রক্তদান, আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত কর্মসূচী শুরু হয়। গাজীপুর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ সকালে চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুরের কৃতী সন্তান ও দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এদিকে বিকেলে গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয় প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। রাজশাহী ॥ যথাযোগ্য মর্যাদায় গভীর শোক ও শ্রদ্ধায় বৃহস্পতিবার পালিত হয়েছে ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস। রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। জেলহত্যা দিবসে সূর্যাদায়ের সঙ্গে সঙ্গে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শুরু করা হয় জেলহত্যা দিবসের কর্মসূচী। সকাল সাড়ে ১০টায় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোকযাত্রা বের করা হয়। সিরাজগঞ্জ ॥ এ দিনটি উপলক্ষে কাজীপুর উপজেলা আওয়ামী লীগসহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচী পালন করেছে। সকালে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, বিকেলে আলোচনাসভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, আবু ইউসুফ সূর্য, কেএম হোসেন আলী হাসান। কিশোরগঞ্জ ॥ বৃহস্পতিবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। মুক্তখলার আয়োজনে শহরের বিজয় চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীরা অংশ নিয়ে শহীদ নজরুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় বক্তৃতা করেন সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির, ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুছ ছাত্তার ভূঞা, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, আবু তাহেরসহ অন্যরা। এদিকে শহীদ নজরুল স্মরণে গ্রামের বাড়ি যশোদলের বীরদামপাড়ায় মোল্লা বস্ত্রহরণ মজুমদারের সম্পাদনায় মুক্তিযুদ্ধভিত্তিক লেখা প্রদর্শনী হয়। অপরদিকে কিশোরগঞ্জ প্রেসক্লাবে প্রেরণা বাংলাদেশের উদ্যোগে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল শোকর‌্যালি ও দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
×