ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাক্তার হত্যার দায়ে সাবেক এমপিসহ আটজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৩৩, ৪ নভেম্বর ২০১৬

ডাক্তার হত্যার দায়ে সাবেক এমপিসহ আটজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডাঃ মোঃ আকরাম আলী মোল্লা হত্যা মামলায় যশোর-৪ আসনের জাতীয় পার্টির একাংশের সাবেক সংসদ সদস্য এসএম আমিন উদ্দিনসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদ- প্রদান করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এনামুল হক রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। পিপি জানান, দ-প্রাপ্ত আসামি এসএম আমিন উদ্দিন চারদলীয় জোটের হয়ে জাতীয় পার্টির (নাজিউর রহমান মঞ্জু-ফিরোজ রশীদ) প্রার্থী হিসেবে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডব্লিউ, সাবেক পৌর কাউন্সিলর আসাদুল্লা আসাদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জিএম বাচ্চু, যুবদলকর্মী ইউশা মোল্লা, অভয়নগর থানা ছাত্রদল নেতা হাবিবুর রহমান ও সৈয়দ আলী মিস্ত্রী এবং অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মল্লিক। সড়কে ডাকাতি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঘোড়াঘাট হিলি সড়কের খা পুকুর নামক স্থানে বুধবার রাত ১২টার দিকে গণডাকাতি সংঘটিত হয়েছে। ১৪/১৫জনের ডাকাত পিকআপ নিয়ে ঘোড়াঘাট হিলি সড়কে খা পুকুর নামক স্থানে রাস্তায় গাছ ফেলে এক গণডাকাতি শুরু করে। এ সময় পালশা ইউপি’র সাবেক সদস্য মশিউর রহমান মশি ডুগডুগীহাট থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে ডাকাতের কবলে পড়েন। ডাকাতরা তাকে বেঁধে রেখে মোটরসাইকেলটি নিয়ে নেয়। একই উপজেলার পাইকপাড়া মাঝিয়ান গ্রামের মীর শহীদ নামে এক ব্যক্তি রোগী নিয়ে মাইক্রোযোগে দিনাজপুর যাওয়ার পথে ওই ডাকাতের কবলে পড়েন।
×