ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী বছর জ্বালানি তেলের দাম ঘুরে দাঁড়াবে

প্রকাশিত: ০৪:৩১, ৪ নভেম্বর ২০১৬

আগামী বছর জ্বালানি তেলের দাম ঘুরে দাঁড়াবে

২০১৭ সালের শুরুর দিকে জ্বালানি তেলের বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা করছে সৌদি আরামকো। জ্বালানি তেলের দাম কমতে কমতে যখন এর উৎপাদক দেশগুলো পথে বসার অভিপ্রায়, সে মুহূর্তে এ ধরনের আশাবাদের কথা জানাল বিশ্বের সর্ববৃহৎ এ তেল কোম্পানি। সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন এ কোম্পানির প্রধান নির্বাহী আমিন নাসের গত মঙ্গলবার এ পূর্বাভাসের কথা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে গত দুই বছরে তেলের উৎপাদন ও চাহিদার মধ্যে ব্যাপক ফারাক দেখা দেয়। যার কারণে পণ্যটির দাম প্রায় ৭০ শতাংশ নেমে যায়। কিন্ত দিন দিন এই ফারাক কমছে। নাসের বলেন, সৌদি আরামকো মনে করে- ২০১৭ সালের প্রথমার্ধেই এ ফারাক একেবারেই থাকবে না। তখন তেলে দাম বাড়বে। প্রসঙ্গত, চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি থাকায় আন্তর্জাতিক বাজারে গত দুই বছরে তেলের দর প্রায় ৭০ শতাংশ নেমে আসে। -অর্থনৈতিক রিপোর্টার নেপালের অর্থনীতি চাঙ্গা হচ্ছে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে হিমালয় কন্যা নেপালের অর্থনীতি। বিশেষ করে পর্যটননির্ভর এ দেশটিতে আবারও ফিরছে পর্যটকরা। গত বছর ভূমিকম্পের পর পর্যটকের সংখ্যা অনেকটা শূন্যের কোটায় নেমে এসেছিল। তবে চলতি বছরের প্রথম দশ মাসেই পর্যটক এসেছে পাঁচ লাখের বেশি। সার্কভুক্ত দেশ নেপালের পুরো অর্থনীতি পর্যটননির্ভর। দেশটির মূল জিডিপির বিশাল অংশ অর্জন হয় পর্যটন খাত থেকে। কিন্তু গত বছরের ২৫ এপ্রিল ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে পুরো চিত্রই পাল্টে যায় নেপালের। ধ্বংস্তূপে পরিণত হয় প্রাচীন সব মন্দির এবং স্থাপনা। অথচ শত শত বছরের পুরাতন এসব স্থাপনার আকর্ষণেই পর্যটকরা ছুটে আসে নেপালে। ২০১৪ সালে যেখানে পর্যটক এসেছিল আট লাখ, গত বছর তা একেবারেই তলানীতে ঠেকে। নেপালের স্থানীয় এক ব্যক্তি জানান, ভূমিকম্পের পরপরই নেপাল অনেক ঘুরে দাঁড়িয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×