ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অগ্রণী ব্যাংকের উদ্যোগে বর্গা চাষীদের মধ্যে ঋণ বিতরণ

প্রকাশিত: ০৪:৩০, ৪ নভেম্বর ২০১৬

অগ্রণী ব্যাংকের উদ্যোগে বর্গা চাষীদের মধ্যে ঋণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার খায়ের হাট এলাকায় প্রকৃত ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক বর্গা চাষীদের মধ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কাযক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অগ্রণী ব্যাংকের খায়ের হাট শাখায় ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের রুরাল ক্রেডিট ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবদুল আলিম উদ্বোধন করেন। ভোলা অঞ্চল প্রধান সহকারী মহাব্যবস্থাপক আশু তোষ চন্দ্র সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রুরাল ক্রেডিট ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক আ ন ম আলী হায়দার, বরিশাল সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মাসুদ করিম, বোরহানউদ্দিন আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, গঙ্গাপুর ইউপির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, ভোলা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ দেবনাথ, খায়ের হাট অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক এসএম ফরিদ উদ্দিন। আলোচনা শেষে প্রধান অতিথি খায়ের হাট এলাকার ২০ কৃষকের মাঝে ৪০ হাজার টাকা ও বকনা বাছুর পালন প্রকল্পের অধিনে এক খামারিকে এক লাখ টাকা ঋণ প্রদানের চেক তাদের হাতে তুলে দেন। ব্যাংক কর্মকর্তারা জানান, খায়ের হাট শাখা থেকে ওই এলাকার কৃষকদের মধ্যে প্রায় ২ কোটি টাকা ঋণ বিতরণ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ যোগাযোগ আরও কার্যকর ভূমিকা রাখবে অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের নৌ যোগাযোগ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ভারত-বাংলাদেশ নৌ যোগাযোগের গুরুত্ব নিয়ে আয়োজিত সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, কানেক্টিভি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। চীন, মিয়ানমার ও ভারতের সঙ্গে এই কানেকটিভিটি তৈরি হলে বাংলাদেশ লাভবান হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সে পণ্য পরিবহনে নৌ যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নৌ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, এ লক্ষ্যে প্রতিনিয়ত নৌপথের ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছি। নৌপথে পণ্য পরিবহন আরও সহজ করলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এর সুবিধা ভোগ করবে বলে তিনি মনে করেন।
×