ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে লাফার্জ- হোলসিম মার্জারের প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ০৪:২৮, ৪ নভেম্বর ২০১৬

বাংলাদেশে লাফার্জ- হোলসিম মার্জারের প্রক্রিয়া শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ হোলসিম সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একীভূত হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। হোলসিম সিমেন্টের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসিমের সঙ্গে এ আলোচনা শুরু হয়েছে। লাফার্জ সুরমা সিমেন্টের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে লাফার্জের পর্ষদ জানিয়েছে, একীভূতকরণের বিষয়ে আলোচনা শুরু হলেও এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি একীভূতকরণের বিষয়ে এখনই কোন নিশ্চয়তা প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে কোম্পানি দুটি একীভূত হতে পারলে সেটা বাংলাদেশে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে। ভবিষ্যতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন গ্রহণ ও একীভূতকরণের সম্ভাবনা মূল্যায়ন করাসহ এ ইস্যুতে আরও কিছু করার রয়েছে। বিএটিবিসি অধিগ্রহণের সঙ্গে জড়িত নেই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) কোন অধিগ্রহণ প্রস্তাবের সঙ্গে জড়িত নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিএটিবিসির অধিগ্রহণ প্রস্তাবের খবর প্রকাশের পর ডিএসই বিষয়টি জানতে চেয়ে চিঠি পাঠায়। চিঠির জবাবে কোম্পানিটি জানায়, আমরা পত্রিকার মাধ্যমে অধিগ্রহণ প্রস্তাব সম্পর্কে জেনেছি। আপনারা জানেন বিএটিবিসি বাংলাদেশে অন্তর্ভুক্ত। এই কোম্পানি কোন অধিগ্রহণের প্রস্তাবের সঙ্গে জড়িত নেই। এতে কোম্পানির কোন ব্যবসা এবং অর্থনৈতিক প্রভাব পড়বে না। -অর্থনৈতিক রিপোর্টার ন্যাশনাল টিউবসের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ৩ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়ায় ২৩৯ টাকা ৬৩ পয়সা। আগামী ১৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×