ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০ শতাংশ

প্রকাশিত: ০৪:২৭, ৪ নভেম্বর ২০১৬

পুুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে উভয় পুঁজিবাজারে। দিনটিতে লেনদেনে ইতিবাচক ধারা বজায় ছিল। এই নিয়ে টানা তিনদিন পুঁজিবাজার উর্ধমুখী প্রবণতা ধারা বজায় থাকল। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ১০ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫০৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৪৬ কোটি ৭০ লাখ টাকা বেশি লেনদেন। বুধবার ডিএসইতে ৪৫৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৭২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডরিন পাওয়ার, তিতাস গ্যাস, শাশা ডেনিমস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, ফার্স্ট ব্যাংক, ইউনাইটেড পাওয়ার ও এপেক্স ফুটওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, তাল্লু স্পিনিং, রূপালী ব্যাংক, আইসিবি, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্টস, আইটিসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পেনিনসুলা চট্টগ্রাম ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : দুলা মিয়া কটন, রহিমা ফুড, জুটস স্পিনার্স, ওরিয়ন ইনফিউশন, প্রগতি ইন্স্যুরেন্স, মডার্ন ডাইং, রহিম টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, জিকিউ বলপেন ও তুং হাই নিটিং। অন্যদিকে ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, একটিভ ফাইন, পেনিনসুলা চট্টগ্রাম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ইউনাইটেড এয়ার, ডরিন পাওয়ার ও ফার কেমিক্যাল।
×