ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউইয়র্কে অভিবাসী ৪৪ লাখ

প্রকাশিত: ০৪:২৫, ৪ নভেম্বর ২০১৬

নিউইয়র্কে অভিবাসী ৪৪ লাখ

নিউইয়র্ক প্রতিনিধি ॥ নিউইয়র্ক অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার ২২ শতাংশ হচ্ছে অভিবাসী। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অভিবাসী রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। সে সংখ্যা এক কোটি ৩ লাখ। অপরদিকে, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ১৩ শতাংশ হলেন অভিবাসী। নিউইয়র্ক রাজ্যে উদ্বাস্তুদের স্বাগত জানানোর হারও অনেক বেশি। জাতীয়ভাবে টেক্সাস এক নম্বর এবং ক্যালিফোর্নিয়া হচ্ছে দু’নম্বর। নিউইয়র্কের অবস্থান তৃতীয়। যুক্তরাষ্ট্র অভিবাসন সম্পর্কিত গতি-প্রকৃতির আলোকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের কন্ট্রোলার থমাস ডি-ন্যাপলিয়ো কর্তৃক এক পরিসংখ্যানে ২ নবেম্বর এ তথ্য প্রকাশ পায়। এ তথ্য অনুযায়ী, নিউইয়র্ক রাজ্যে ৪৪ লাখ অভিবাসী রয়েছে। এর ৯২ শতাংশ বাস করেন নিউইয়র্ক সিটিসহ লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে। নিউইয়র্কে বসতি গড়া অভিবাসীর দুই-তৃতীয়াংশ এসেছেন ২০০০ সালের আগে। এর ২৭ দশমিক ৫ লাতিন আমেরিকা, ১৭ দশমিক ৩ ইউরোপ, ১৬ দশমিক, পূর্ব এশিয়া, ১০ দশমিক পশ্চিম এশিয়া এবং আফ্রিকা থেকে এসেছে ৪ শতাংশ। এই পর্যালোচনা প্রতিবেদনের উপর মন্তব্য করতে গিয়ে রাজ্য কন্ট্রোলার বলেছেন, নিউইয়র্কে বসবাসরত অভিবাসীর প্রায় সকলেই যথাযথ শিক্ষায় শিক্ষিত এবং কর্মরত। নওয়াজ ও তার ভাইকে কারাগারে দেখতে চাই ॥ ইমরান দুর্নীতির দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অভিযুক্ত করে দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান বলেন, তিনি নওয়াজ শরীফ ও তার ছোট ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকে কারাগারে দেখার অপেক্ষায় রয়েছেন। খবর ফাস্টপোস্ট ও ডনের। ইমরান খানের নেতৃত্বাধীন দল পিটিআইয়ের হাজার হাজার সমর্থক ও অন্যান্য দলের নেতারা বুধবার ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে বিজয় উদযাপন করতে সমবেত হন। পানামাগেট মামলায় সুপ্রীমকোর্টে শুনানির পর তারা বিজয় উল্লাস করেন। ইমরান নওয়াজ শরীফকে বিদেশে তার সন্তানদের জন্য সম্পত্তি কিনতে দুর্নীতির অর্থ পাচার করার জন্য অভিযুক্ত করেন। পানামা পেপার্সের মতে, নওয়াজের তিন ভাইয়ের চার সন্তান বলেছেন, তারা অফশোর কোম্পানির মালিক। ইমরান বলেন, সুপ্রীমকোর্ট নওয়াজকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নওয়াজ ও তার পরিবার অর্থ পাচারের কথা ও অসৎ কাজের কথা অস্বীকার করেছে।
×