ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনারগাঁও রিসোর্ট সিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০০:৪০, ৩ নভেম্বর ২০১৬

সোনারগাঁও রিসোর্ট সিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার॥ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় ২৩৫০ বিঘা কৃষিজমি, জলাভূমি ও নিচু জমিতে মাটি ভরাট করে নির্মাণ করতে যাওয়া ইউনিক প্রোপার্টি ডেভেলপমেন্টের সোনারগাঁও রিসোর্ট সিটিকে কার্যক্রম পরিচালনার অনুমতি স্থগিত করেছেন আপীল বিভাগ। পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপীল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বেলার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন মিনহাজুল হক চৌধুরী।সোনারগাঁ রিসোর্ট সিটির পক্ষে ছিলেন কামরুল হক সিদ্দিকী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×