ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে ট্রাফিক আইনে ৩৭১২ মামলা

প্রকাশিত: ০০:২১, ৩ নভেম্বর ২০১৬

রাজধানীতে ট্রাফিক আইনে ৩৭১২ মামলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে আইন অমান্য করে রাস্তা মটরযান চালানো অপরাধে ৩ হাজার ৭শ’ ১২টি মামলা করা হয়েছে। এ সময় বিভিন্ন যানবাহন থেকে ৬ লাখ ২৯ হাজার ৯শ’ ৫০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ডিএমপি সহকারী কমিশনার (মিডিয়া) এ তথ্য জানিয়ে বলেন, বুধবার ২৪ ঘন্টা রাজধানীর বিভিন্ন রাস্তায় ট্রাফিক বিভাগ বিভিন্ন যানবাহনের হাইড্রোলিক হর্ণ, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহারের দায়ে এসব মামলা ও জরিমানা করা হয়। এসময় ৫৭টি গাড়ি ডাম্পিং ও ৪৮৬টি গাড়ি রেকার করা হয়েছে। তিনি জানান, এসব জরিমানার মধ্যে ট্রাফিক উত্তর বিভাগ এক লাখ ৫৮ হাজার ১শ’ টাকা, ট্রাফিক দক্ষিণ বিভাগ এক লাখ ৮১ হাজার ২শ’ টাকা, ট্রাফিক পূর্ব বিভাগ এক লাখ চার হাজার ৮শ’ টাকা ও ট্রাফিক পশ্চিম বিভাগ এক লাখ ৮৫ হাজার ৮শ’ ৫০ টাকা জরিমানা আদায় করে।
×