ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুরাইনে গ্যাস লাইন বিস্ফোরনের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ১৮:৩৪, ৩ নভেম্বর ২০১৬

জুরাইনে গ্যাস লাইন বিস্ফোরনের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে, আবুল কালাম আজাদের (৪৬) ও তার স্ত্রী জেসমিন বেগম (৩৫)। এ নিয়ে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন ও দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী আজাদের মৃত্যু হয়। এর আগে ২৮ অক্টোবর জেসমিন আক্তারের ছেলে রনি (১০) ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের আজাদের ভাতিজি অগ্নিদগ্ধ শারমিন (২২) এবং প্রতিবেশী শিশু সোহানা (৪) এখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শঙ্কর পাল জানান, আবুল কালাম আজাদের শরীরের ৬০ শতাংশ, তার স্ত্রী জেসমিনের ৩৮ শতাংশ পুড়ে গেছে। উল্লেখ্য, গত ২২ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে জুরাইনের পোস্তাগোলার একটি বাড়িতে গ্যাসের পাইপ লাইনে আগুন লেগে একই পরিবারের চারজনসহ ৫জন দগ্ধ হয়। মৃত্যুর আগে ঘটনার দিন দগ্ধ জেসমিন জানান, রান্না ঘরে তার স্বামী সিগারেট জ্বালাতে গেলে চুলার গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে বাসায় আগুন ধরে যায়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। জানা যায়, দগ্ধদের মধ্যে এবং আজাদের ভাতিজি শারমিনের শরীরের ৩৫ শতাংশ ঝলসে গেছে। ওইদিন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছিলেন, ওই বাসার শোবার ঘরে দেয়াল ফাটা থাকায় সেখানে গ্যাসের পাইপ থেকে গ্যাস বের হত। বাড়িওয়ালা তা মেরামতও করে দিয়েছিলেন বলে দগ্ধ কালাম জানিয়েছেন। তিনি ওইদিন ঘরে সিগারেট ধারাতে গিয়ে গ্যাস লাইনে আগুন ধরে বিস্ফোরন ঘটে।
×