ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী ১০ নবেম্বর আসছেন

প্রকাশিত: ০৮:০৫, ৩ নভেম্বর ২০১৬

ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী ১০ নবেম্বর আসছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকা-রোমের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী বেনিডেটো ডিলা বেদভা আগামী ১০ নবেম্বর দুদিনের সফরে ঢাকা আসছেন। ঢাকা সফরের সময়ে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। চলতি বছর ১০ অক্টোবর তার ঢাকা সফরের কথা থাকলেও গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার কারণে তা স্থগিত করা হয়। এখন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হওয়ায় ফের ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী। গত বছর ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকা-ের শিকার হন। এরপর চলতি বছর পহেলা জুলাই রাজধানীর হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলায় নিহত হন ২৮ জন। এর মধ্যে ইতালির নাগরিক ছিলেন ৯ জন। এসব হত্যাকা-ের ঘটনায় ইতালি সরকার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এছাড়া নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের দাবিও জানায় ইতালি সরকার। তবে বাংলাদেশের পক্ষ থেকে ইতালিকে জানানো হয়েছে, তাভেলা সিজার হত্যা মামলার বিচারও শুরু হয়েছে। আর নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সকল ধরনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতি খতিয়ে দেখাটাই ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের অন্যতম লক্ষ্য।
×