ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোবায়দার মামলার শুনানিতে বিব্রত হাইকোর্ট

প্রকাশিত: ০৭:৫৮, ৩ নভেম্বর ২০১৬

জোবায়দার মামলার শুনানিতে বিব্রত হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ সম্পদের তথ্য গোপন করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রুল শুনানি নিতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতি এ মামলা শুনতে বিব্রতবোধ করে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী মোঃ খুরশীদ আলম খান জানান, এ মামলায় হাইকোর্ট যে রুল দিয়েছিল, তা বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য তোলা হয়েছিল। ‘দ্বৈত বেঞ্চ মামলার রুল শুনানি করতে বিব্রতবোধ করে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। প্রধান বিচারপতি নতুন কোন বেঞ্চে পাঠালে সেখানে এর শুনানি হবে।’ ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের জানান, বেঞ্চের দুই বিচারকের মধ্যে একজন বিব্রতবোধ করেন। তবে তার নাম তিনি বলেননি। তারেক রহমান, তার স্ত্রী ডাঃ জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক।
×