ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শারজাহ টেস্টে হার দেখছে পাকিস্তান

প্রকাশিত: ০৬:৩২, ৩ নভেম্বর ২০১৬

শারজাহ টেস্টে হার দেখছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাইয়ে দিবা-রাত্রির প্রথম টেস্টে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, কিন্তু আবুধাবীতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই (২-০) সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। এর আগে ওয়ানডে ও টি২০ দুটি সিরিজেই প্রতিপক্ষকে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করে তারা। মনে হচ্ছিল, ৯-০’র নতুন রেকর্ডটা হয়ে যাবে। কিন্তু তৃতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। জয়ের জন্য আজ শেষ দিনে জেসন হোল্ডারদের চাই মাত্র ৩৯ রান। ১১৪/৫Ñ হাতে ৫ উইকেট। ৪৪ ও ৩৬ রান নিয়ে ক্রিজে ক্রেইগ ব্রেথওয়েট ও শেন ডরিখ। গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ব্যতিক্রম কিছু না ঘটলে সিরিজে জয়ের স্বাদ পেতে যাচ্ছে উইন্ডিজ, বিপরীতে প্রথম হারের পথে পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিদের ২৮১ রানের জবাবে উইন্ডিজ করে ৩৩৭। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২০৮ রানে অলআউট হলে হোল্ডারদের সামনে জয়ের জন্য মাত্র ১৫২ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ৪ উইকেটে ৮৭ রান নিয়ে বুধবার চতুর্থদিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। চরম বিপদের মাঝে দলকে লিড এনে দেন আজহার আলি। ৯১ রান করে আউট হন তিনি। সরফরাজ আহমেদে করেন ৪২ রান। শেষ ব্যাটসম্যান জুলফিকার বাবরের অপরাজিত ১৫ রান উল্লেখ্য। হোল্ডার ৫ ও বিশু ৩ উইকেট নিয়ে পাক শিবিরে ধস নামান। জবাবে ওয়াহাব রিয়াজ (২/৩০) ও ইয়াসির শাহর (৩/৩০) বোলিং তোপে এক পর্যায়ে ৬৭ রানে ৫ উইকেট হারানো উইন্ডিজকে রেসে ফেরান ব্রেথওয়েট আর ডরিখ। ষষ্ঠ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে ৪৭ রান যোগ করেন তারা। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিবীয়দের রোমাঞ্চকর জয়ের পথ তৈরি করে দেন এই ব্রেথওয়েটই। টেস্ট ইতিহাসের ৫০তম এবং ওয়েস্ট ইন্ডিজের মাত্র ৫ম ওপেনার হিসেবে আদ্যন্ত ব্যাটিং (ক্যারিং দ্য ব্যাট থ্র এ কমপ্লিটেড ইনিংস) করেন তিনি। ১১ চারের সাহায্যে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেয়া ব্রেথওয়েট অপরাজিত থাকেন ১৪২ রানে। উইন্ডিজের হয়ে সর্বশেষ এমন কৃতিত্ব ছিল ক্রিস গেইলের, এ্যাডিলেডে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত ১৬৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। এই টেস্টে টস করতে নেমে ‘পাকিস্তান অধিনায়ক’ হিসেবে সবেচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েন মিসবাহ (৪৯তম)। ৪৮ টেস্টে নেতৃত্ব দিয়ে এতদিন তার ওপরে ছিলেন ইমরান খান। তার নেতৃত্বে পাকিস্তান ২৪ ম্যাচ জিতেছে, ১৩হার, ড্র ১১টি। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ২৮১/১০ (৯০.৫ ওভার; সামি আসলাম ৭৪, ইউনুস ৫১, মিসবাহ ৫৩, সরফরাজ ৫১, আমির ২০, ইয়াসির ১২, নওয়াজ ৬, ওয়াহাব ৪; বিশু ৪/৭৭, গ্যাব্রিয়েল ৩/৬৭, জোসেফ ২/৫৭) ও দ্বিতীয় ইনিংস ২০৮/১০ (৮১.৩ ওভার; আজহার ৯১, সরফরাজ ৪২, নওয়াজ ১৯, আসলাম ১৭, জুলফিকার ১৫*, মিসবাহ ৪, আমির ৮, ওয়াহাব ১, ইউনুস ০, শফিক ০; হোল্ডার ৫/৩০, বিশু ৩/৪৬, চেজ ১/৪৭) ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ৩৩৭/১০ (১১৫.৪ ওভার; ক্রেইগ ব্রেথওয়েট ১৪২*, চেজ ৫০, ডরিখ ৪৭, ব্লাকউড ২৩, ড্যারেন ব্রাভো ১১, বিশু ২৭, হোল্ডার ১৬; আমির ৩/৭১, ওয়াহাব ৫/৮৮, ইয়াসির ১/৮০) ও দ্বিতীয় ইনিংস ১১৪/৫ (৩৬ ওভার; ব্রেথওয়েট ৪৪*, লিও জনসন ১২, স্যামুয়েলস ১০, ডরিখ ৩৬; ইয়াসির ৩/৩০, ওয়াহাব ২/৩০)। ** চতুর্থদিন শেষে
×