ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগে মেসির রেকর্ড, এবার গুরুর কাছে শিষ্যের হার, বার্সাকে হারিয়ে উচ্ছ্বসিত সিটিজেনরা

অনন্য ধারাবাহিকতা ওজিল, গ্রিজম্যান, লেভানডোস্কির

প্রকাশিত: ০৬:৩২, ৩ নভেম্বর ২০১৬

অনন্য ধারাবাহিকতা ওজিল, গ্রিজম্যান, লেভানডোস্কির

স্পোর্টস রিপোর্টার ॥ ধারাবাহিকতার অনন্য দৃষ্টান্ত রেখে চলেছেন মেসুত ওজিল, এ্যান্টোনিও গ্রিজম্যান ও রবার্ট লেভানডোস্কি। এই তিন তারকা সাম্প্রতিক সময়ে ক্লাবের হয়ে যেমন আলো ছাড়াচ্ছেন তেমনি দেশের জার্সিতেও স্বমহিমায় উজ্জ্বল। উয়েফা চ্যাম্পিয়নন্স লীগ ফুটবলে মঙ্গলবার রাতের ম্যাচে নিজ নিজ ক্লাবের হয়ে আরেকবার এ স্বাক্ষর রেখেছেন তারা। তিনজনই দলের জয়ের রূপকার। ‘এ’ গ্রুপের ম্যাচে বুলগেরিয়ার ক্লাব রাজগার্ডের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে পড়েছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। এরপর প্রথমার্ধেই সমতা ফেরায় গানার্সরা। ম্যাচ যখন সমতাবস্থায় শেষের দিকে এগুচ্ছিল তখন ঠিক দুই মিনিট আগে ওজিল গোল করে আর্সেনালকে দারুণ জয় পাইয়ে দেন। শুধু তাই নয়, তার এই গোলে নকআউট পর্বও নিশ্চিত হয় গানার্সদের। সাম্প্রতিক সময়ে ওজিল নিয়মিতই আর্সেনালকে প্রয়োজনীয় মুহূর্তে গোল করে জয় পাইয়ে দিচ্ছেন। গ্রিজম্যান গত কয়েক মৌসুম ধরেই অনন্য ধারাবাহিক পারফর্মেন্স প্রদর্শন করে চলেছেন। এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে যেমন তেমনি ফ্রান্সের হয়ে। এবার এ্যাটলেটিকোর ২-১ গোলের জয়ে দু’টিই করেন গ্রিজম্যান। কিছুদিন আগে স্প্যানিশ লা লিগার সেরা ফুটবলার হওয়া গ্রিজম্যান ব্যালন ডি’অর ও ফিফা সেরা হওয়ার দৌড়েও আছেন। অবিশ্বাস্য ধারাবাহিকতা দিয়ে তিনি অনেকটা একাই এ্যাটলেটিকোকে টেনে নিয়ে চলেছেন। পোলিশ তারকা লেভানডোস্কিও ধারাবাহিকতার আরেক অনন্য নিদর্শন। আইন্দহোভেনের বিরুদ্ধে বেয়ার্নের ২-১ গোলের জয়ে দু’টিই করেন লেভা। গত কয়েক বছর ধরেই অবিশ্বাস্য ঢংয়ে গোল করে চলেছেন লেভানডোস্কি। তার গোল স্কোরিংয়ের দক্ষতা অনেক ক্ষেত্রেই মেসি-রোনাল্ডোকে ছাড়িয়ে যায়। এমন বলেছেন অনেক বিশেষজ্ঞ। লিওনেল মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার সিটির কাছে তার দল বার্সিলোনা হারলেও নিজে ঠিকই করেছেন একটি গোল। তবে এবার ঠিকই সাবেক গুরু পেপ গার্ডিওলার কাছে হারতে হয়েছে শিষ্য মেসিকে। হারের ম্যাচে গোল করে অনন্য রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা। রাউল গঞ্জালেসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে এখন সর্বোচ্চ গোলদাতা মেসি। ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে মেসির গোল এখন ৫৪টি। রিয়াল মাদ্রিদ ও শালকে জিরো ফোরের হয়ে ৫৩টি গোল করেছিলেন স্পেনের সাবেক ফরোয়ার্ড রাউল। আগের ম্যাচে রাউলের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করেছিলেন মেসি। অনেক সাধনার পর বার্সাকে হারিয়েছে সিটি। স্বভাবতই দলটিতে এখন খুশির বন্যা। জোড়া গোলদাতা জার্মান মিডফিল্ডার গুন্ডোগান বলেন, শুরুতে আমরা একটু নার্ভাস ছিলাম। বিশেষ করে প্রথম ২০ অথবা ৩০ মিনিট। কিন্তু এর পর গোলটির (সমতাসূচক গোল) পর আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আর দ্বিতীয়ার্ধ ছিল অসাধারণ। তিনি আরও বলেন, দ্বিতীয়ার্ধে আমরা বার্সার ওপর ছড়ি ঘুরিয়েছি আর গোলের সুযোগ বেশি পেয়েছি। আমাদের দলের দিক থেকে এটা অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল আর এটা প্রত্যেকের জন্য ছিল অসাধারণ এক রাত। আরেক গোলদাতা ডি ব্রুইনে বলেন, স্পষ্টতই আমাদের জন্য বড় এক ম্যাচ ছিল এটি। আমরা চাপে ছিলাম। শুরুতে এটা কঠিন ছিল, আমরা কিছু ভুল করেছি, কিন্তু আমি মনে করি দ্বিতীয়ার্ধ খুব ভাল ছিল এবং এটা আমাদের প্রাপ্য। আমি মনে করি না বার্সা খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পেরেছে। সাবেক ক্লাব বার্সাকে হারিয়ে তৃপ্ত সিটি কোচ গার্ডিওলাও। তিনি বলেন, প্রথম ৩৮ মিনিটে আমরা বিশ্বের সেরা দলকে দেখেছি। আমরা সত্যি বড় বিপদে ছিলাম। বার্সিলোনা যখন দ্বিতীয় গোল করার সুযোগ পেয়েছিল ম্যাচটি সেখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু ফুটবল এরকমই, যেমন বার্সিলোনায় ফার্নান্ডিনহো পিছলে পড়ে গিয়েছিল আর মেসি গোল করেছিল। এই জয়টা অনেক বেশি তৃপ্তির। বার্সিলোনা কোচ লুইস এনরিকে সিটির সমতা ফেরানো গোলটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আমি মনে করি প্রথমার্ধের ৪০ মিনিট অন্যতম সেরা আমাদের জন্য। এই সময়ে আমরা সত্যি ভাল খেলেছি। তিনি বলেন, প্রথম গোলটিতে আমরা যে ভুল করেছি সেটা ছিল দুঃখজনক, এরপর থেকে খারাপ সময় গেছে আমাদের। আপনি যখন এভাবে একটি গোল খাবেন, তখন এটাই স্বাভাবিক যে আপনি বাজে সময়ের মধ্য দিয়ে যাবেন।
×