ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শীর্ষে ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৬:৩১, ৩ নভেম্বর ২০১৬

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শীর্ষে ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে এক দলের চাই জয়, শীর্ষস্থান ধরে রাখতে আরেক দলের ড্র হলেই চলে। দুই আবাহনীর লড়াইয়ে জিতলো ঢাকা আবাহনী লিমিটেড। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে তারা চট্টগ্রাম আবাহনীকে হারায় ২-১ গোলে। নিজেদের দ্বাদশ ম্যাচে এটা ঢাকা আবাহনীর সপ্তম জয়। ২৬ পয়েন্ট নিয়ে তারা এখন চলে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে। চলতি লীগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠলো ১১ বারের লীগ শিরোপাধারী ঢাকা আবাহনী। পক্ষান্তরে সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয় হার। ২৪ পয়েন্ট তাদের। শীর্ষস্থান থেকে নেমে গেল দ্বিতীয় স্থানে। এ জয়ে ঢাকা আবাহনী চলতি লীগে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকার রেকর্ডটি অক্ষুণœ রেখেছে। জিতলেও ঢাকা আবাহনী ছিল সৌভাগ্যের অধিকারী। আর হেরে চট্টগ্রাম আবাহনী হয়েছে দুভাগ্যের অধিকারী। কেননা তাদের একটি পেনাল্টি নষ্ট হয়েছে। আরেকটি গোল বাতিল হয়েছে। নইলে হয়তো ম্যাচের বিজয়ী দল হতো তারাই। লীগের দ্বিতীয়পর্ব শুরুর আগে মধ্যবর্তী দলবদলে দু’দলই নতুন ফুটবলার দলভুক্ত করে। ঢাকা আবাহনী নিয়ে আসে ব্রিটিশ ফুটবলার জোনাথন ডেভিড ব্রাউনকে। এছাড়া নিবন্ধন করায় দেশীয় ফুটবলার হাফিজুর রহমানকে। পক্ষান্তরে চট্টগ্রাম আবাহনী নিবন্ধন করায় এমন একজনকে, যার গোলে কদিন আগে বাংলাদেশ জাতীয় দল হেরেছিল ভুটানের কাছে। তিনি চেনচো গেইলশেন। যদিও দুই দলই এদের কাউকেই বুধবারের ম্যাচে খেলায়নি। ৫৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীর জাহিদের দূরপাল্লার শট ফিরিয়ে দিতে গিয়ে বক্সে হ্যান্ডবল করেন আবাহনীর সামাদ ইউসুফ। রেফারি ইউসুফকে হলুদ কার্ড দেখান ও পেনাল্টির নির্দেশ দেন। লিওনেল সেইন্ট প্রিয়ক্স পেনাল্টি শট নিলে বাঁ দিকের পোস্টে লেগে বল প্রতিহত হয়। আক্ষেপে পোড়ে চট্টগ্রাম আবাহনী। ৬৭ মিনিটে ঢাকা আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাকের কর্নারে লাফিয়ে উঠে চমৎকার হেডে বল জালে পাঠান নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা (১-০)। লীগে এটা তার একাদশ গোল, যা ব্যক্তিগত সর্বাধিক। ৭০ মিনিটে বক্সে সানডের ক্রসকে কাজে লাগিয়ে লি টাক গোল করলে ব্যবধান দ্বিগুণ করে ঢাকা আবাহনী (২-০)। লি গোলটা উদযাপন করেন উসাইন বোল্ট স্টাইলে! ৮৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীর মোঃ বিপ্লব এবং ঢাকা আবাহনীর দলীয় অধিনায়ক মামুন মিয়া হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রেফারি আজাদ রহমান লাল কার্ড দেখান দু’জনকেই। ফলে দশজনের দলে পরিণত হয় দু’দল। ৮৭ মিনিটে ঢাকা আবাহনীর ইমন মাহমুদ নিজেদের বক্সে ফেলে দেন চট্টগ্রাম আবাহনীর প্রিয়ক্সকে। দ্বিতীয় পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। এর আগে প্রিয়ক্স যে ভুল করেছেন, এবার জাহিদ হোসেন সেই ভুল করেননি। ঠা-া মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান (১-২)।
×