ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাফুফেকে ২০ হাজার ডলার জরিমানা

প্রকাশিত: ০৬:৩১, ৩ নভেম্বর ২০১৬

বাফুফেকে ২০ হাজার ডলার জরিমানা

স্পোর্টস রিপোর্টার ॥ সদিচ্ছা, সঠিক পরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপ না গ্রহণ করলে ব্যর্থতায় পর্যবসিত হতে হবে। এই যেমন ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত নয় বছরে তৃণমূল ফুটবল এবং ঢাকার বাইরের ফুটবলের দিকে নজর না দেয়াতে হয়েছে ভুটানের কাছে হারের চরম লজ্জা। আগামী তিন বছরের জন্য নির্বাসিত হতে হয়েছে আন্তর্জাতিক ফুটবল থেকে। এক কথায় ধ্বংসের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে বাংলাদেশের ফুটবল। আর এটার জন্য সন্দেহতীতভাবে দায়ী বাফুফের বর্তমান কমিটি ভুটান-লজ্জার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন ঘটনায় সৃষ্টি হয়েছে তোলপাড়। এই ঘটনার খলনায়কও বাফুফেই। গোঁদের ওপর বিষফোঁড়ার মতো এবার আন্তর্জাতিক ফুটবলেও জরিমানার শিকার হতে যাচ্ছে দেশীয় ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা। নাম এন্ট্রি করার পরও এএফসির নতুন টুর্নামেন্ট সলিডারিটি কাপে অংশ না নেয়ায় বাফুফেকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)। বাংলাদেশ যে এই টুর্নামেন্টে খেলবে না, তা আগেই জানিয়েছিলেন সালাউদ্দিন। অথচ আগেই এ টুর্নামেন্টে নাম এন্ট্রি করে রেখেছিল বাফুফে। এ আসরে অংশ না নিলে আর্থিক জরিমানা হবে, এটা নিশ্চয়ই জানতো বাফুফে। কিন্তু সে সময় তারা জানিয়েছিল এএফসির সঙ্গে আলোচনা করে এই জরিমানা মওকুফ করিয়ে নিতে কোন সমস্যা হবে না। কিন্তু সেই প্রচেষ্টা ভেস্তে গেছে। এখন জরিমানার অর্থ পরিশোধ করতেই হবে। উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ পর্বে হেরে যাওয়া দেশগুলোকে খেলার সুযোগ করে দিতেই নতুন এ টুর্নামেন্ট আয়োজন করেছে এএফসি। যা মাঠে গড়িয়েছে বুধবার থেকে মালয়েশিয়ায়। অদূরদর্শিতা এবং বোকামির শাস্তি এখন পাচ্ছে বাফুফে। কারণ কোন পরিকল্পনা না করেই তারা দিয়ে রেখেছিল এন্ট্রি। যদি আগে এন্ট্রি না করতো, তাহলে এই ২০ হাজার ডলার জরিমানার শিকার হতে হতো না। ফিফা প্রতিনিধি দল এখন ঢাকায়। ঠিক এই সময়ই এএফসি জরিমানা করেছে বাফুফেকে। ফলে বাফুফের বিরুদ্ধে আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে দেশের ফুটবলপ্রেমীরা। তারা দেশের ফুটবলের ভগ্নদশার প্রকৃত রূপটা ফিফার গোচরে আনতে চায়। তাইতো তাদের ঢাকা সফরকালে বেশকটি কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম ও ঢাকা ফুটবল সমর্থকগোষ্ঠী। তারই ধারাবাহিকতায় বুধবার বিক্ষোভ ও মানববন্ধন করে। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিক্ষোভ মিছিল চলে ঘণ্টা দেড়েক। সমর্থকদের হাতে ছিল বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। বাফুফে অনিয়ম দুর্নীতি, ফুটবলকে পেছনে নিয়ে যাওয়ার প্রতিবাদে বেশি সোচ্চার ছিল তারা। তারা একটি স্মারকলিপি দিতে ফিফা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করার চেষ্টাও করে। বক্তারা দেশের ফুটবল বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেছে। প্রয়োজনে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান। এদিকে নির্ধারিত অনুদানের বেশি অর্থ পেতে হলে এখন থেকে ফিফাকে সঠিক ও বাস্তবভিত্তিক প্রকল্প দেখাতে হবে বাফুফেকে। সেসব পরিকল্পনা ভালমতো যাচাই-বাছাই করে অনুদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে ফিফা। উল্লেখ্য, ফিফা থেকে আগে বছরে আড়াই লাখ ডলার অনুদান পেত বাফুফে। বর্তমানে সেটাকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। তবে এর বাইরেও ৩ বছরে সাড়ে ২২ লাখ ডলার পাওয়ার হাতছানি বাফুফের সামনে। সদস্য দেশগুলোর উন্নয়ন পরিকল্পনার জন্য বার্ষিক সর্বোচ্চ সাড়ে ৭ লাখ ডলার করে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সে অর্থ পেতে ফিফার কাছে সঠিক পরিকল্পনা উপস্থাপন করতে হবে।
×