ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবসরে সাঁতারের রানী এলিসিয়া কোটস

প্রকাশিত: ০৬:৩০, ৩ নভেম্বর ২০১৬

অবসরে সাঁতারের রানী এলিসিয়া কোটস

স্পোর্টস রিপোর্টার ॥ সাঁতারকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার পাঁচ পদকজয়ী এলিসিয়া কোটস। সোমবার তার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার সাঁতার ফেডারেশন। ২৯ বছর বয়সী এলিসিয়া কোটস সাঁতারকে বিদায় বলার আগে তিনটি অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। সুদীর্ঘ ক্যারিয়ারে যা অর্জন করেছেন তাতেই সন্তুষ্ট এলিসিয়া কোটস। এ প্রসঙ্গে সাঁতারকে বিদায় বলে দেয়া এই অস্ট্রেলিয়ান তারকা বলেন, ‘শৈশব থেকেই একজন অভিজাত শ্রেণীর সাঁতারু হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট রিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত।’ ২০০৮ সালে চীনের বেজিং অলিম্পিকে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিলেন এলিসিয়া কোটস। কিন্তু নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে পঞ্চম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন কোটস। তবে স্বপ্নের অভিষেক অলিম্পিকে ভাল করতে না পারলেও দমে যাননি তিনি। ২০১২ সালে লন্ডন অলিম্পিকেই আলো ছড়ান এই অস্ট্রেলিয়ান সাঁতারু। ইংল্যান্ডের গর্বের নগরী লন্ডন অলিম্পিকে ১০০ মিটার বাটারপ্লাই, ২০০ মিটার মিডলে, ৪ গুনিতক ১০০ মিটার ফ্রি-স্টাইল, ৪ গুনিতক ১০০ মিটার মিডলে এবং ৪ গুনিতক ২০০ মিটার ফ্রি-স্টাইলে পদক জিতেন তিনি। সেইসঙ্গে এক অলিম্পিকে পাঁচ পদক জিতে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। শেন গোল্ড এবং ইয়ান থর্পের পর অস্ট্রেলিয়ার তৃতীয় সাঁতারু হিসেবে অলিম্পিকের একক আসরে পাঁচটি পদক জয়ের রেকর্ড গড়েন তিনি। ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিক ছাড়া বিশ্বচ্যাম্পিয়নশিপেও দ্যুতি ছড়িয়েছেন এলিসিয়া কোটস। বিশ্বচ্যাম্পিয়নশিপের আটটি পদক জয়ের স্বাদ পান তিনি। প্যান প্যাসিফিকে জিতেন ছয়টি পদক। এছাড়া কমনওয়েলথ গেমসে তার জেতা পদক সংখ্যা ৯টি। যেখানে একটি রৌপ্য এবং আটটি স্বর্ণপদক জয়ের বিস্ময়কর কীর্তি গড়েন এলিসিয়া কোটস। সাঁতারকে বিদায় বলার আগে তার ঝুলিতে থাকা ২৮টি আন্তর্জাতিক পদকই তার বড় অর্জন বলে মন্তব্য করেছেন তিনি।
×