ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বের ধনীতম ব্যক্তি

প্রকাশিত: ০৫:৫৯, ৩ নভেম্বর ২০১৬

বিশ্বের ধনীতম ব্যক্তি

বিশ্বে তাবড় তাবড় ধনী ব্যক্তি রয়েছেন। কারও কারও সম্পত্তির তো কোন হিসেব-নিকেশ নেই। যেমন ধরা যাক- বিল গেটস, মুকেশ আম্বানি কিংবা সৌদি আরবের শেখরা। কিন্তু মানবজাতির ইতিহাসে সব থেকে বড়লোক কে ছিলেন, তা খুঁজে বের করতে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিল সেলিব্রেটি নেট ওর্থ’ নামে এক সংস্থা। হিসাবটা এভাবে করা হয়েছে যে, ১৯১৩ সালে যদি সম্পত্তির পরিমাণ থাকে ১০০ মিলিয়ন ডলার, বর্তমান সময়ের হিসাবে সেটা হবে ২২৯৯.৬৩ বিলিয়ন ডলার। এমন হিসাবে দেখা গেছে, ২৫ জন সর্বকালের ধনীতম ব্যক্তির মধ্যে ১৪ জনই আমেরিকান। আর এদের মধ্যে কেবলমাত্র বিল গেটসই জীবিত। তিনিই সব থেকে ধনী আমেরিকান। তবে গোটা বিশ্বের ইতিহাসে এখনও পর্যন্ত সব থেকে ধনী ব্যক্তি হিসেবে যার নাম উঠে এসেছে তার নাম অনেকেই শোনেননি। তিনি হলেন মানসা মুসা। পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের অধিপতি ছিলেন তিনি। মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সান্দিয়াতি কেইতার ভাগ্নে ছিলেন মানসা মুসা। ১৩০৭ সালে তিনি সিংহাসনে বসেন। তিনিই প্রথম আফ্রিকান শাসক, যিনি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তার সম্পদ এত বেশি ছিল যে তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা সম্ভব হয় না। আনুমানিক ৪০০ বিলিয়ন ডলারের সম্পত্তি ছিল তাঁর। -ওয়েবসাইট অবলম্বনে।
×