ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোস্টগার্ডে যুক্ত হলো অত্যাধুনিক জাহাজ ‘সিজিএস সৈয়দ নজরুল’ ও ‘সিজিএস তাজউদ্দিন’

প্রকাশিত: ০৫:৫২, ৩ নভেম্বর ২০১৬

কোস্টগার্ডে যুক্ত হলো  অত্যাধুনিক জাহাজ  ‘সিজিএস সৈয়দ নজরুল’ ও ‘সিজিএস তাজউদ্দিন’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোস্টগার্ডের বহরে যুক্ত হলো দুটি অত্যাধুনিক জাহাজ। ইতালি থেকে ৯৬৩ কোটি টাকায় কেনা চারটি জাহাজের প্রথম চালানে বুধবার এগুলো কর্ণফুলীর ১৫ নম্বর ঘাটে এসে পৌঁছে। চট্টগ্রামে নতুন জাহাজ দুটিকে স্বাগত জানান কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম। আধুনিক জাহাজ যুক্ত হওয়ায় উপকূলীয় জলসীমায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সক্ষমতা বাড়ল কোস্টগার্ডের। কোস্টগার্ড জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, জাহাজ দুটির নাম ‘সিজিএস সৈয়দ নজরুল’ এবং ‘সিজিএস তাজউদ্দিন’। এই মানের জাহাজ এতদিন ছিল না। জাহাজ দুটির দৈর্ঘ্য ৭৮ মিটার, যা গভীর সমুদ্র পর্যন্ত গমনে সক্ষম। কোস্টগার্ডকে স্বল্প পাল্লার জাহাজ দিয়েই দায়িত্ব পালন করতে হচ্ছিল। ২০১৫ সালের ৫ মার্চ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চারটি জাহাজ কেনার অনুমোদন দেয়। সে অনুযায়ী ইটালি থেকে ৯৬৩ কোটি টাকায় কেনা হচ্ছে চারটি জাহাজ। এরমধ্যে দুটি জাহাজ এসে পৌঁছল। জাহাজগুলো নিয়ে আসেন ক্যাপ্টেন এম সালাউদ্দিন এবং ক্যাপ্টেন এম হাসান তারিক ম-ল। বাকি দুটি জাহাজও ছয়মাসের মধ্যে এসে পৌঁছবে। জাহাজ চারটির নাম ঠিক করা হয়েছে জাতীয় চার নেতার নামে। বাকি যে দুটি জাহাজ আসবে সেগুলোর নাম হবে ‘সিজিএস ক্যাপ্টেন মনসুর আলী’ এবং ‘সিজিএস কামরুজ্জামান’।
×