ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

শরীয়তপুরের ইদ্রিস আলীর রায় যে কোন দিন

প্রকাশিত: ০৫:৫০, ৩ নভেম্বর ২০১৬

শরীয়তপুরের ইদ্রিস আলীর রায় যে কোন দিন

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শরীয়তপুরের ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য সিএভি (অপেক্ষমাণ) রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন এ মামলার রায় ঘোষণা করা হবে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলবীবাজারের ইউনুছ আলীসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ দেয়ার জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর ঋষিকেশ সাহা, প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল, প্রসিকিউটর জাহিদ ইমাম, প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, প্রসিকিউটর আবুল কালাম ও রেজিয়া সুলতানা চমন। আর পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন এ্যাডভোকেট গাজী এমএইচ তামিম, এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট-অগ্নিসংযোগ ও হিন্দুদের দেশান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের চার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই পলাতক আসামির বিরুদ্ধে। এ মামলায় গ্রেফতারকৃত অপর আসামি মাওলানা সোলায়মান মোল্লা ওরফে সোলায়মান মৌলবী গত ২৫ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
×