ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এমপি বদির ৩ বছরের জেল, কারাগারে প্রেরণ

প্রকাশিত: ০৫:৪১, ৩ নভেম্বর ২০১৬

এমপি বদির ৩ বছরের জেল, কারাগারে প্রেরণ

কোর্ট রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের মামলায় সরকারদলীয় এমপি আবদুর রহমান বদির ৩ বছরের জেল হয়েছে। বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ রায় ঘোষণা করেন। এরপর বদিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। জামিনে থাকা আসামি বদি বুধবার সকাল ১০টার দিকে আদালতে হাজির হন। বেলা ১১টার দিকে আদালত জামিন বাতিল করে তার কারাদ-ের আদেশ দেন। রায়ে আদালত আসামির ১০ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। এদিকে দুদকের আইনজীবী বলেছেন, ২৭(২) ধারা থেকে আসামিকে নিরাপরাধ ঘোষণা করা হয়েছে। আদালতের এই সিদ্ধান্তের পর দুদক আপীল করার বিষয়টি বিবেচনা করছে। এই ধারায় প্রমাণিত হলে ১০ বছর পর শাস্তি হতে পারত। এই মামমলায় বদি ২০১৪ সালের ১২ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। সম্পদের তথ্য গোপনের অভিযোগ অপরাধ প্রমাণিত হওয়ায় ২০০৪ দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ এর (২) ধারায় ওই ৩ বছরের দ- দেয়া হয়েছে। এই ধারার দায়ের মামলায় এটি সর্বোচ্চ শাস্তি। মামলায় ২৭(২) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল। এই অভিযোগ প্রমাণিত হয়নি। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেছেন, খালাস পাওয়া ধারার বিরুদ্ধে আপীল করা হবে কিনা তা রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে বদির আইনজীবী নাসরিন সিদ্দিকা বলেছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন। ২০১৪ সালের ২১ আগস্ট এমপি বদির বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহানের দায়ের করা ওই মামলায় নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামার বাইরে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা অবৈধ সম্পদ থাকার অভিযোগ পাওয়া যায়। সম্পদ ৩৫১ গুণ বৃদ্ধি পাওয়ায় পাঁচ বছরে তার আয় ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা। হলফনামা অনুসারে তার বার্ষিক আয় ৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা। আর বার্ষিক ব্যয় ২ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকা। হলমার্কের জেসমিন কারাগারে ॥ হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। জনতা ব্যাংক থেকে ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ তোলার মামলায় মঙ্গলবার জেসমিনকে গ্রেফতার করা হয়। বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জামিনের আবেদনের শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মতিঝিল থানায় ওই মামলায় মঙ্গলবার ওইদিনই জেসমিন ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন মামলা করেন। ওইদিনই ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে ২টি মামলায় হাজিরা শেষে যাওয়ার সময় দুদকের টিমের হাতে গ্রেফতার হন জেসমিন।
×