ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিআরইউ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আলোচনায় ডাঃ ইয়াকুব আলী

ঘাড় কোমর মেরুদণ্ডের ব্যথা লেজার সার্জারিতে নিরাময় সম্ভব

প্রকাশিত: ০৪:২৫, ৩ নভেম্বর ২০১৬

ঘাড় কোমর মেরুদণ্ডের ব্যথা লেজার সার্জারিতে নিরাময় সম্ভব

স্টাফ রিপোর্টার ॥ অর্থোপেডিক ও রিউমাটোলজি সমস্যার আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশেই রয়েছে। ঘাড় ও কোমরসহ মেরুদ-ের ব্যথায় হাড়-মাংস না কেটে এখন দেশেই বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি লেজার সার্জারির মাধ্যমে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশনের ‘নিরাপদ’ স্বীকৃতিপ্রাপ্ত এ পদ্ধতিতে কোন ঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পের দ্বিতীয় দিনের বিশেষজ্ঞ আলোচনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থোপেডিক রিউমাটোলজিস্ট ও লেজার সার্জারি বিশেষজ্ঞ, ইনস্টিটিউট অব লেজার সার্জারি এ্যান্ড হসপিটালের পরিচালক ডা. মোহাম্মদ ইয়াকুব আলী এ কথা জানান। ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় বিশেষজ্ঞ আলোচনায় উপস্থিত ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, আমিনুল হক ভুঁইয়া, কল্যাণ সম্পাদক জিলানী মিলটন, কার্যনির্বাহী সদস্য আজাদ হোসেন সুমন। অনুষ্ঠানের মূল উপস্থাপনায় ডা. মোহাম্মদ ইয়াকুব আলী বলেন, ঘাড়, পিঠ বা কোমরের ব্যথায় বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ কষ্ট পাচ্ছেন। কোনরকম আঘাত পাওয়া ছাড়াই এসব অঙ্গে ব্যথা দেখা দিতে পারে। তাই মেরুদ-ের ব্যথার সঠিক কারণ নির্ণয় করা সবচেয়ে জরুরী। তা না হলে একদিকে যেমন রোগীর কষ্ট বাড়তে থাকে, একইভাবে বাড়ে চিকিৎসা ব্যয়। তিনি বলেন, লেজার চিকিৎসার মাধ্যমে স্থানচ্যুত নরম হাড় আগের অবস্থায় ফিরে আসে এবং মেরুদ-ের কর্ড ও নার্ভরুটের ওপর থেকে চাপ কমে গিয়ে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ছাড়া লেজারের মাধ্যমে ছিঁড়ে যাওয়া চারপাশের শক্ত আঁশ ও ছোট ছোট রক্তনালির ক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব। সেমিনারে ডা. ইয়াকুব আলী হাড়-মাংস না কেটে মেরুদ-ের ডিস্কের ঝুঁকিহীন চিকিৎসা পদ্ধতির বিস্তারিত তুলে ধরেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন। তিনি হাড়-মাংস না কেটে মেরুদ-ের চিকিৎসা পদ্ধতি গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি ইনস্টিটিউট অব লেজার সার্জারি এ্যান্ড হসপিটালে সব রকম সেবায় ডিআরইউ সদস্যদের জন্য ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দেন। পরে ডা. ইয়াকুব আলী ডিআরইউ স্বাস্থ্যসেবা ক্যাম্পে হাড়ের সমস্যাক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। ডিআরইউ স্বাস্থ্যসেবা ক্যাম্পের তৃতীয় দিনে আগামীকাল সকাল ১০টা থেকে সদস্য ও পরিবারের জন্য চক্ষু পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হবে। আলোচনায় আরও জানানো হয়, স্পাইনাল ও অর্থোপেডিক সমস্যায় ভুগছেন এমন রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে এমন রোগের সুচিকিৎসা দিয়ে আসছে অনেক হাসপাতাল। আর দুর্ঘটনাজনিত ব্যাপারগুলোতে কারও হাত থাকে না বললেই চলে। যে কোন মুহূর্তে অসাবধানতার দরুন যে কেউ দুর্ঘটনার কবলে পড়তে পারে। এসব রোগীর সুস্থ হওয়ার মূলমন্ত্র হলো ব্যায়াম, ফিজিও থেরাপি, আল্ট্রা সাউন্ড থেরাপি এবং অনেক বেশি সাবধানতা অবলম্বন করে নিয়ম মাফিক চলাফেরা করলে ৯০% রোগী অপারেশন ছাড়াই সুস্থ হয়ে উঠতে সক্ষম হয়। শক্ত বিছানা ব্যবহার এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে। প্রাপ্তবয়স্ক এবং এবং বেশি বয়স্ক জনগোষ্ঠী যারা ভারি কাজে অভ্যস্ত নন, গর্ভবতী মহিলাসহ অন্যান্য মহিলার মধ্যে যাদের বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে তারাই মূলত এসব রোগে ভুগে থাকেন।
×