ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগৈলঝাড়া ফিলিং স্টেশনের উদ্বোধন

প্রকাশিত: ০৪:২০, ৩ নভেম্বর ২০১৬

আগৈলঝাড়া ফিলিং স্টেশনের উদ্বোধন

গৌরনদী-গোপালঞ্জ মহাসড়কের ফুলশ্রী বাইপাস সড়কের পাশে নির্মিত সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির অত্যাধুনিক আগৈলঝাড়া ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দোয়া-মিলাদের মাধ্যমে ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার মালিকানাধীন ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইসচেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ নান্টু, লিটন সেরনিয়াবাত, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল হক খান, আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, গৌরনদী পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার প্রমুখ। -স্টাফ রিপোর্টার, বরিশাল রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু বিপুল পরিমাণ চিনি অবিক্রীত ও লোকসানের বোঝা মাথায় রেখে রাজশাহী চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হলেও আখের জোগান নিয়ে সংশয় দেখা দিয়েছে। অব্যাহত লোকসান থেকে উত্তরণের বিকল্প ব্যবস্থা ছাড়ায় দায়সারাভাবে সোমবার আখ মাড়াই কার্যক্রম শুরু করে মিলটি। চলতি মৌসুম ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ থেকে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ২৫০ মেট্রিক টন। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী চিনিকলে প্রায় ৩৫২ কোটি টাকা লোকসানের বোঝা রয়েছে। মিলে এখনো চিনি মজুদ রয়েছে ৫ হাজার ১৭ টন এবং চিটাগুড় রয়েছে ৩ হাজার ৩৯৫ টন। মিলজোন এলাকায় দেদারসে পাওয়ার ক্র্যাশারে মিলে আখের জোগান নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি কিছুদিন চলার পর আখের অভাবে এবারও বন্ধ হয়ে যেতে পারে এ মিলের চিনি উৎপাদন। গত বছর ৬১দিন মিল চালু রাখার ব্যবস্থা থাকলেও আখের অভাবে ৫১ দিন চলেছে। -স্টাফ রিপোর্টার, রাজশাহী ঢাকার সমস্যা সমাধানে স্মার্ট সিটি হ্যাকাধন উন্নত নগর জীবনে ডিজিটাল সমাধানে প্রিনিউর ক্লাব ও হোয়াইট বোর্ডের (গ্রামীণফোনের একটি উদ্যোগ) যৌথ উদ্যোগে ১১ থেকে ১৩ নবেম্বর জিপি হাউসে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মার্ট সিটি হ্যাকাথন। কোডার, ডিজাইনার, ইনোভেটরদের মতো প্রযুক্তি বিশেষজ্ঞদের দ্বারা স্মার্ট সিটি হ্যাকাথনটি টানা ৩৬ ঘণ্টা চলবে। ম্যারাথন চলাকালে প্রযুক্তি বিশেষজ্ঞরা ঢাকার সমস্যা সমাধানে নতুন ও উদ্ভাবনী ধারণার বাস্তবায়ন নিয়ে কাজ করবেন। আগ্রহী দলগুলো ৫ নবেম্বরের মধ্যেww w.white-board.co এই ওয়েবসাইটে গিয়ে স্মার্ট সিটি হ্যাকাথনে নিবন্ধন করতে পারবেন। মনোনীত দলকে ই-মেইলের মাধ্যমে অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করা হবে। -বিজ্ঞপ্তি চা চাষে কোন ক্ষতির সম্ভাবনা নেই ॥ বিটিবি চেয়ারম্যান অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শাফিনুল ইসলাম বলেন, দেশ-বিদেশে চায়ের ক্রমবর্ধমান চাহিদা থাকায় চা চাষে কোন ক্ষতির সম্ভাবনা নেই। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব-বিছোদই গ্রামে ‘সোমা টি এস্টেটে’ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত চা-চাষীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
×