ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ক্ষতিপূরণ চায়

প্রকাশিত: ০৪:১৯, ৩ নভেম্বর ২০১৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ক্ষতিপূরণ চায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ঋণ চায় না, ক্ষতিপূরণ চায় বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারপার্সন ড. মোহাম্মদ হাছান মাহমুদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাংক যে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে তাকে সাধুবাদ জানাই। তবে আমরা এটা ঋণ আকারে নয়। ক্ষতিপূরণ হিসেবে চাই। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২২) প্যারিস চুক্তি ২০১৫ এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় সংসদের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কিত সর্বদলীয় গ্রুপ (এপিপিজি)। হাছান মাহমুদ বলেন, প্যরিস চুক্তি অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গঠিত তহবিলে উন্নত দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার জমা দেয়ার কথা ছিল। সেখানে মাত্র ১০ দশমিক ৪ বিলিয়ন ডলার জমা পড়েছে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। প্যারিস চুক্তির বিষয় তুলে ধরে শরমিন্দ নিলোর্মী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোর আর্থিক সহায়তা সম্পূর্ণ অনুদান হতে হবে বলে স্বল্পোন্নত দেশগুলোর যে দাবি ছিল প্যারিস চুক্তিতে তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি। সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজিস) জেনারেল সেক্রেটারি শিশির শীলের সঞ্চালনায় সভায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ওয়াটারএইডের এ্যাডভোকেসি এ্যান্ড প্রোগ্রামের পরিচালক ড. লিয়াকত আলী, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদসহ অনেকে। ৮ নবেম্বর থেকে রাজধানীতে ডেনিম এক্সপো অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের ডেনিম পণ্য ও এর সম্ভাবনাকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে আগামী ৮ নবেম্বর থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ডেনিম এক্সপোর ৫ম আসর। গত ৩ বছর ধরে এ প্রদর্শনীর আয়োজন করে আসছে ডেনিম এক্সপার্ট নামের একটি দেশীয় প্রতিষ্ঠান। এবারের প্রদর্শনীর মূল থিম হচ্ছে, ‘প্রাকৃতিক ডেনিম’। আয়োজক সূত্রে জানা যায়, দুই দিনের এ প্রদর্শনী শেষ হবে ৯ নবেম্বর। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্বের প্রায় ৫ হাজার ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী এই প্রদর্শনীতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, তুরস্ক, স্পেন, বেলজিয়াম, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম এবং চীন। এসব দেশ থেকে ডেনিম পণ্যের ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, সিইও, সোর্সিং ম্যানেজার, ডেনিম পণ্য নির্মাতা, ব্যবসায়ী ও বিভিন্ন ডেনিম প্রতিষ্ঠানের কর্তারা অংশগ্রহণ করবে।
×