ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোরে অপহৃত উদ্ধার ॥ আটক ৮

প্রকাশিত: ০৪:০৪, ৩ নভেম্বর ২০১৬

নাটোরে অপহৃত উদ্ধার ॥ আটক ৮

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ নবেম্বর ॥ শরীফ প্রামাণিককে নিয়ে গিয়ে আট ঘণ্টা আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় ভিকটিমসহ অপহরণকারী দলের আট সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে দেশী অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বঙ্গোজল বাগানবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। অপহৃত শরীফ শহরের শতপল্লী এলাকার মৃত আসাদ প্রামানিকের ছেলে। বুধবার সকাল ১০টায় র‌্যাবের নিজস্ব কার্যালয়ে আটককৃতদের হাজির করা হয়। র‌্যাব-৫ নাটোর ক্যাম্প সিপিসি-২ এর এডিশনাল এসপি মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহর থেকে বাড়ি ফেরার সময় ১০-১২ অপহরণকারী শরীফের পথরোধ করে তুলে নিয়ে গিয়ে বঙ্গোজল বাগানবাড়ীতে আটকে রাখে। পরে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শরীফের ভাই শিহাব আট হাজার টাকা নিয়ে অপহরণকারীদের দেয়া ঠিকানায় ছুটে যায়। কিন্তু দাবিকৃত টাকার পরিবর্তে এই সামান্য পরিমাণ টাকা নিয়ে হাজির হওয়ায় শরীফকে ফিরিয়ে দেয়ার পরিবর্তে তাকে বেধড়ক মারপিট করে তারা। মারপিট শেষে দাবিকৃত সমুদয় টাকা নিয়ে এসে ভাইকে বাঁচাতে না এলে শরীফকে মেরে ফেলার হুমকি দেয় তারা। নিরুপায় হয়ে শিহাব নাটোর র‌্যাব-৫-এর সঙ্গে যোগাযোগ করে। অপহরণের প্রায় ৮ ঘণ্টা পর শিহাবের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে বঙ্গোজল বাগান বাড়িতে অপহরণকারী দলের আট সদস্যকে আটক করে র‌্যাব-৫। আটককৃতরা হলো আমিনুল ইসলাম, ইমরান, সজল দাস, আরিফ শেখ, অন্তর ব্যাপারী, জনি ব্যাপারী, শওকত আলম শান্টু এবং আবু বক্কর পাটোয়ারী। চবির প্রশ্নপত্র জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্রে ‘জালিয়াতির’ খবর প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয়েছে। ‘জালিয়াতির’ সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে এবং সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে দুইটার দিকে চবি বুদ্ধিজীবী চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী ৭ নবেম্বর অনুষ্ঠিতব্য সি-৩ ইউনিটের সাক্ষাতকারও স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠিত হবে বলেও জানা গেছে। সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে উত্তর চিহ্নিত করে দেয়ার বিষয়টি গণমাধ্যমে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। আগামী ৭ নবেম্বর এই ইউনিটের সাক্ষাতকারের দিন ধার্য হলেও তা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডেপুটি রেজিস্ট্রার মনরিুল ইসলাম। তাছাড়া বুধবার চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ঢাকায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ফেরার কথা রয়েছে তাঁর। তিনি ফিরলেই এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হওয়ার কথা রয়েছে। হামলাকারী যুবক আটক নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২ নবেম্বর ॥ স্কুলে পাঠদানকালে মদ্যপ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় জুনায়েত বয়াতি দুলু নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ আট জন আহত হয়েছে। বুধবার বিকেলে তাকে আটক করা হয়।
×