ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

প্রকাশিত: ০৪:০৪, ৩ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুর, ভালুকা, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫ জন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : গাজীপুর ॥ ট্রাকের নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম বিল্লাল হাজী (৫২)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চরকেতনপাড়া এলাকায় তাঁর বাড়ি। বগুড়া থেকে ময়দার বস্তা বোঝাই ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। ওই ট্রাকের ময়দার বস্তার উপরে বসে যাচ্ছিলেন মুরগি ব্যবসায়ী বিল্লাল হাজী। বুধবার ভোরে ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাক ও বস্তার নিচে চাপা পড়ে ব্যবসায়ী বিল্লাল। সকালে খবর পেয়ে ট্রাক ও বস্তা সরিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলার নন্দীবাড়ি এলাকায় বুধবার দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে অটোরিক্সা চাপায় নূর জাহান (৭) নামে প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভাওয়ালিয়াবাজু গ্রামের খাদেমুল ইসলামের শিশু কন্যা স্থানীয় গোয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী নূর জাহান বাড়ির পাশে ভালুকা-গফরগাঁও সড়ক পার হতে গেলে ভালুকাগামী অটোরিক্সা তাকে চাপা দেয়। কিশোরগঞ্জ ॥ করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় রানা মিয়া (১৪) নামে জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। বুধবার সকালে করিমগঞ্জ-চামটা নৌ-বন্দর সড়কের নিয়ামতপুর রৌহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেএসসি পরীক্ষার্থী রানা মিয়া সকালে পরীক্ষায় অংশ নিতে ট্রাক্টরযোগে বাড়ি থেকে করিমগঞ্জ কলেজ কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে রৌহা এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। নেত্রকোনা ॥ কেন্দুয়া উপজেলার রামপুর-বেখৈরহাটি সড়কের কুকুয়াখালীতে মঙ্গলবার রাতে সিএনজিচালিত অটোরিক্সা ও লরির মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম লুৎফুর রহমান (৪৫)। তিনি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের হোসেননগর গ্রামের হাজী রমজান আলীর ছেলে। এদিকে গুরুতর আহত আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের টেংগা গ্রামের শরিফুল, তার স্ত্রী শিউলী আক্তার ও অপর একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার ॥ কাভার্ডভ্যানের নিচে ঘুমাতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা গেছে কাভার্ডভ্যানের হেলপার। বুধবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রাম থেকে একটি কাভার্ডভ্যান সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ‘নিটল’ গ্রুপের কারখানার বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসে। কাভার্ডভ্যান থেকে যন্ত্রপাতি নামানোর সময় ওই কাভার্ডভ্যানের হেলপার ভ্যানটির নিচে ঘুমাতে যায়। পরবর্তীতে যন্ত্রপাতি নামানো শেষ হলে কাভার্ডভ্যানটির চালক চট্টগ্রামের উদ্দেশে পুনরায় রওনা দিলে নিচে ঘুমিয়ে থাকা হেলপার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
×