ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চানাচুর বিক্রেতাকে পিটিয়ে খুন ॥ পাঁচ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৩, ৩ নভেম্বর ২০১৬

চানাচুর বিক্রেতাকে পিটিয়ে খুন ॥ পাঁচ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশালে চানাচুর বিক্রেতাকে পিটিয়ে খুন করা হয়েছে। এছাড়া বাগেরহাটে হাত-পা বাঁধা, নেত্রকোনায় অজ্ঞাত, সিলেটে ১২ দিন পর কুশিয়ারা নদী থেকে যুবকের ও কেরানীগঞ্জে নারীসহ দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : বরিশাল ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উজিরপুর উপজেলার মধ্য কেশবকাঠী গ্রামের দিনমজুরকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় বুধবার সকালে নিহতের স্ত্রী মিনু বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরও ২/৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, মধ্য কেশবকাঠী গ্রামের চানাচুর বিক্রেতা শাখাওয়াত সিকদারের (৪২) সঙ্গে একই গ্রামের খাজের আলী সিকদারের ছেলে ইউনুস সিকদারের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুরে শাখাওয়াত চানাচুর বিক্রির জন্য পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বাগরারপাড় এলাকায় ইউনুস সিকদার, তার স্ত্রী মালঞ্চ বেগম ও ছেলে হায়দার আলী পূর্ব পরিকল্পিতভাবে শাখাওয়াতকে প্রকাশ্যে মারধর করে। একপর্যায়ে ইট দিয়ে পিটিয়ে শাখাওয়াতকে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। বাগেরহাট ॥ রামপালে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজনগর ইউনিয়নের দক্ষিণ বাঁশেরহুলা গ্রামের সিদেলখালি খালে আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায়। তার পরনে ফুল প্যান্ট ও হাফ শার্ট রয়েছে। গায়ের রং ফর্সা। রামপাল থানা পুলিশ জানায়, স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তার দুই হাত, দুই পা ও কোমর রশি দিয়ে বাঁধা ছিল। লাশটি পচে গেছে। নেত্রকোনা ॥ পূর্বধলা উপজেলার সোনাইকান্দা গ্রাম সংলগ্ন কংস নদী থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা সোনাইকান্দা গ্রামসংলগ্ন কংস নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পূর্বধলা থানায় খবর দেয়। সিলেট ॥ ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে ডুবে যাওয়ার ১২ দিন পর বুধবার বেলা ১১টার জবরুল মিয়ার (২২) লাশ ভেসে উঠেছে। গত ২১ অক্টোবর জবরুল কুশিয়ারা নদীতে ডুবে নিখোঁজ হয়। জবরুল ওই উপজেলার মাইজগাঁও ইউনিয়নের হাটুভাঙ্গা কুমারপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে। কেরানীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয় নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত যুবকের নাম ইমরান (২০)। সে ফতুল্লা গুদারাঘাট এলাকায় ট্রলারে যাত্রী পারাপারের কাজ করত। সোমবার লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হন ইমরান। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে দুপুর ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের আবদুল্লাহপুর এলাকায় মধ্যবয়স্ক এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু পরিচয় এখনও জানা যায়নি। পরনে রয়েছে নীল শাড়ি। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মৃত্যুর কারণ সর্ম্পকে তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই নারী ভবঘুরে। রাতে কোন গাড়ির চাপায় হয় তো মারা গেছে।’ এদিকে বুধবার বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা নদীর কাওটাইল থেকে ইমরানের মৃতদেহ পাওয়া যায়। মানিকগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে রিতা সূত্রধর (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এই হত্যাকা- ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন রিতার বাবা গোবিন্দ সূত্রধর। মঙ্গলবার রাত ১০টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বশুরবাড়ির লোকজন রিতার মরদেহ হাসপাতালের বারান্দায় রেখে পালিয়ে যায়।
×