ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৩, ৩ নভেম্বর ২০১৬

সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর ও মনতলা, সুনামগঞ্জের ছাতকসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুরের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়। পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মনজ কান্তি দেব, ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব, এ্যাডভোকেট ভুলা বাবু, রজত চক্রবর্তী, তপন দাস, সুশান্ত দেব, রজত গুপ্ত, নিখিল দে, বক্ত দাশ, অমর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির, প্রতিমা ও সংখ্যালঘু বাড়ি-ঘরে হামলা, ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও বিশাল মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ব্যানারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে শহীদ মিনারের সামনে সমাবেশ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। বক্তব্য রাখেন বাগেরহাট হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুপ্রভাত হালদার, সাধারণ সম্পাদক দিলীপ বালা, মিঠুন চক্রবর্তী, তন্দ্রা রায়, পপি কুন্ডু, জিৎ সাহা, গৌতম রায়, মিঠুন ঢালী, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার প্রমুখ। শাবি শাবি সংবাদদাতা জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ ও ‘পূজা উদযাপন পরিষদ’। সংগঠন দুটির যৌথ উদ্যোগে বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে সমাবেশও হয়। প্রফেসর নারায়ণ সাহার সভাপতিত্বে ও সঞ্জয় চন্দ্রের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক প্লাবন সাহা, প্রশাসনিক কর্মকর্তা রাজেন্দ্র দাস, সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক সভাপতি রানা প্রতাপ প্রমুখ।
×