ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে মেয়র লোকমানের খুনীর বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০২, ৩ নভেম্বর ২০১৬

নরসিংদীতে মেয়র লোকমানের খুনীর বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২ নবেম্বর ॥ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড় থেকে শহরের শিক্ষা চত্বর পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দু’পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ও লোকমান পরিবারের সদস্যরা কালো পতাকা হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয়। তারা শান্তিপূর্ণ সেøাগানের মাধ্যমে নরসিংদী আধুনিক শহরের রূপকার মেয়র লোকমানের খুনীদের ফাঁসি দাবি করেন । জনবন্ধু লোকমান হোসেন সংগ্রাম পরিষদ, লোকমান ফাউন্ডেশন, নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগ, নরসিংদী জেলা ও শহর পূজা উদযাপন পরিষদ, লোকমান ফাউন্ডেশন মাধবদী ও নরসিংদী জেলা জাতীয় পার্টি পৃথকভাবে ৫ দিনের শোক দিবস পালনের কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর দ্বিতীয় দিন বুধবার এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উল্লেখ্য ২০১১ সালের ১ নবেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি স্বার্থান্বেষী রাজনৈতিক মহলের ইঙ্গিতে পৌর মেয়র লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। অসহায় পরিবারকে প্রাণনাশের হুমকি নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২ নবেম্বর ॥ রমজানপুর এলাকায় সরকারীভাবে ঘর এনে দেয়ার কথা বলে আকলিমা বেগমের সঙ্গে প্রতারণা করেছেন ইউপি সদস্য শাহেআলম শিকদার। ঘর না দিয়ে উল্টো ওই হতদরিদ্র পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা পকেটে তুলেছেন ইউপি সদস্য। এদিকে ঘর না দেয়ায় টাকা ফেরত চাইতে গেলে হতদরিদ্র পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা গেছে, চরপালরদি গ্রামের মাহবুব আকনের অসহায় স্ত্রী আকলিম বেগম সরকারীভাবে বসতঘর পাওয়ার জন্য ইউপি সদস্য শাহেআলম শিকদারের কাছে ধরণা দেন। কিন্তু এ সুযোগে শাহেআলম শিকদার আকলিম বেগমের কাছ থেকে দুই মাস আগে নগদ ১০ হাজার টাকা নেন। দুই মাস অতিবাহিত হলেও বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন ইউপি সদস্য। পরে ঘর না পেয়ে অসহায় আকলিমা বেগম নিরুপায় হয়ে টাকা ফেরত চাইতে গেলে তাকে এবং তার পরিবারকে ইউপি সদস্য শাহেআলম শিকদার প্রাণনাশের হুমকি দেন। প্রেসিডেন্সি ভার্সিটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের আমান কনফারেন্স হলে ডিবেট-ক্লাব ও কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে সম্প্রতি বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এ্যাডভাইজার অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন। সারা দিনব্যাপী চলে উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, নাচ ও গানের প্রতিযোগিতা। এরই সঙ্গে ছিল পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম আমানউল্লাহ। বিচারক ছিলেন ড. সোহানা আহমেদ, ড. বিলকিস রহমান, শিরিন শীলা, সোবহানী সৌরভ। -বিজ্ঞপ্তি অক্টোবরে ৮৫ কোটি টাকার মাল আটক বিজিবির অভিযান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৮৫ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১০,১১,৭৫৭ ইয়াবা ট্যাবলেট, ২৯,৬৪১ বোতল ফেনসিডিল, ১,৪১৫ কেজি গাঁজা, ২০,৮৮৭ বোতল বিদেশী মদ, ৭৫ গ্রাম হেরোইন এবং ১৪,৬৩,৪৪৭ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট। এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৬,৬৫২টি শাড়ি, ২,৯৮৯টি থ্রিপিস/শার্টপিস, ৪,০৫২ মিটার থান কাপড়, ১,৫২,৬১৫টি তৈরি পোশাক, ৫,৫৭৯ সিএফটি কাঠ, এবং ৪টি তক্ষক। অক্টোবর মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৪টি বিভিন্ন ধরনের বন্দুক এবং ১৮ রাউন্ড গুলি। গত অক্টোবর মাসে বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮০ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮৭ বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×