ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষা দেয়া হলো না কিশোরী বধূর

প্রকাশিত: ০৪:০১, ৩ নভেম্বর ২০১৬

জেএসসি পরীক্ষা দেয়া হলো না কিশোরী বধূর

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২ নবেম্বর ॥ জেএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা দেয়া হলো না কিশোরী বধূ খাদিজার। বুধবার সকালে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে টানাহিঁচড়া করে নিয়ে গেছে স্বামী মাহতাব গাজী। ফলে খাদিজার লেখাপড়া অনিশ্চিত হয়ে গেছে। জানা গেছে, তুলাতলী হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার প্রায় এক বছর আগে বিয়ে হয় আজীমপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মাহতাব গাজীর সঙ্গে। স্বামী ব্যবসা করছে। বিয়ের পর থেকে খাদিজাকে লেখাপড়ায় বাধা দিয়ে আসছিল মাহতাব। কিন্তু খাদিজা তা উপেক্ষা করে লেখপড়া করছিল। প্রথম দিন সে জেএসসি পরীক্ষা দেয়। কিন্তু দ্বিতীয় দিন আর দিতে পারল না। স্বামী কেন্দ্রের সামনে থেকে নিয়ে গেল জোর করে। বাংলা ভাইয়ের সহযোগী চার দিনের রিমা-ে স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা থানার বিস্ফোরক মামলায় বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জেএমবির নেতা মাহাতাব খামারুকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাগমারা থানার ওসি সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৩ জুন সন্ধ্যায় বাগমারার শিকদারি বাজারে চারটি বোমার বিস্ফোরণ ঘটে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে মাহাতাব খামারুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাকে আদালত থেকে থানায় নিয়ে যাওয়া হয়। দিনাজপুরে দুই জঙ্গীর বিরুদ্ধে চার্জ গঠন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে দুই জঙ্গীর বিরুদ্ধে অস্ত্র আইনে বুধবার চার্জ গঠন করা হয়েছে। ১২ জানুয়ারি সাক্ষ্য প্রদানের জন্য এজাহারকারীসহ ৩ জনকে সমন প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদের আদালতের জেএমবির দুই সদস্য শফিকুল ইসলাম ডেনিস ও মোসাব্বিরুল আলম খন্দকারের বিরুদ্ধে অস্ত্র আইনে চার্জ গঠন করা হয়। মামলার বিবরণে প্রকাশ, ২০১৫ সালের ১১ ডিসেম্বর মোসাব্বিরুল আলম খন্দকার বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্ট এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালালে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। এলাকাবাসী অস্ত্রসহ মোসাব্বিরুলকে আটক করে বীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। শফিকুল ইসলাম ডেনিস একই বছর ১০ ডিসেম্বর রাত ১০টায় কাহারোল উপজেলার জয়নন্দ ইসকন মন্দিরে সশস্ত্র হামলার সময় জনতার হাতে আটক হয়। দুই মাদ্রাসা শিক্ষককে আদালতে সোপর্দ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ নবেম্বর ॥ বদলগাছী উপজেলার মিঠাপুকুর ইউনিয়নের হাকিমপুর হাফেজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে নির্যাতনকারী দুই শিক্ষক ফিরোজ হোসেন ও মোকারম হোসেনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে নির্যাতিত শিশু মাদ্রাসা ছাত্র মিনারুলের বাবা এমাজউদ্দিন বাদী হয়ে বদলগাছী থানায় মামলা দায়ের করেছেন।
×