ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাডভেঞ্চারের জন্য বাড়ি ছেড়েছিল পাঁচ কিশোর

প্রকাশিত: ০৪:০১, ৩ নভেম্বর ২০১৬

এ্যাডভেঞ্চারের জন্য বাড়ি ছেড়েছিল পাঁচ কিশোর

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ নবেম্বর ॥ পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকা থেকে নিখোঁজ পাঁচ কিশোর দীর্ঘ এক মাস পর বাড়ি ফিরেছে। পূর্বধলা থানা পুলিশ দাবি করেছে, বুধবার সকালে ঢাকার কাকরাইল এলাকার খাবার হোটেল থেকে তারা এই কিশোরদের উদ্ধার করে। অন্যদিকে তাদের পরিবারের সদস্যরা বলেছেন, নিখোঁজ কিশোররা স্বেচ্ছায় বাড়ি ফিরে এসেছে। এদিকে পুলিশ এবং অভিভাবক উভয়পক্ষ জানিয়েছে, কিশোররা কেউ অপহৃত হয়নি। এরা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিল। মূলত এ্যাডভেঞ্চারের নেশায় ছুটেছিল পাঁচ কিশোর। পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব জানান, ১ অক্টোবর পূর্বধলার শ্যামগঞ্জ এলাকার মহিষবেড় গ্রামের পাঁচ কিশোর স্কুল ও মাদ্রাসায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পাঁচদিন পর তাদের অভিভাবকরা এ ব্যাপারে স্থানীয় থানায় জিডি করে। একসঙ্গে পাঁচ কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। তারা বিভিন্ন পন্থায় অনুসন্ধান চালায়। এদিকে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটায় তাদের আত্মীয়-স্বজনরা। শেষ পর্যন্ত বুধবার সকালে ঢাকার কাকরাইল এলাকার একটি হোটেলে তাদের সন্ধান পায় পুলিশ। তবে নিখোঁজ হওয়া আরিফের চাচা কুতুব উদ্দিন জানান, বুধবার সকাল সাতটার দিকে কিশোররা ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনে চড়ে শ্যামগঞ্জ স্টেশনে এসে নামে। পরে স্টেশন থেকে হেঁটে বাড়িতে আসে। এ খবর পেয়ে পুলিশ সকালেই এসে তাদের জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। দুপুর একটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ওসি জানান, জিজ্ঞাসাবাদে ওই শিশুরা বলেছে, তারা স্বেচ্ছায় ঢাকায় গিয়েছিল। ঢাকার কাকরাইল এলাকার ‘ব’ আদ্যাক্ষরের একটি হোটেলে রোজ ৮০ টাকা বেতনে কাজ নিয়েছিল তারা। একমাস তারা ওই হোটেলেই কাজ করে। ওই কিশোররা হচ্ছে- মহিষবেড় গ্রামের ফরিদ মিয়ার ছেলে বেলাল হোসেন, হেলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া, শফিকুল ইসলামের ছেলে আরিফ মিয়া, হামেদ আলীর ছেলে রবিকুল ইসলাম ও আইনুদ্দিনের ছেলে হৃদয়। এরা শ্যামগঞ্জের জালশুকা-কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় ও শারদীঘা তালি-ই-মাটি দাখিল মাদ্রাসার ছাত্র। ধর্ষক সাইফুলের শাস্তি দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ২ নবেম্বর ॥ ধর্ষক সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলার ২ নম্বর আসামি আফজাল কবিরাজের দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার বেলা ২টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে একতা পরিষদের ব্যানারে মানববন্ধন হয়েছে। এক ঘণ্টার এই প্রতিবাদ কর্মসূচীতে শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পার্বতীপুর শাখা, শহরের ক্লাব সংগঠন, আওয়ামী লীগসহ অনান্য রাজনৈতিক দল। সংগঠনের আহ্বায়ক আহসান হাবীব ছাড়াও সমাবেশে বক্তব্য দেন ইমরান হোসেন ইমু, মিনহাজুল সরকার বাবু প্রমুখ। মাছের সঙ্গে শত্রুতা সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২ নবেম্বর ॥ বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সেবানন্দপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে তিনটি পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে দুই মৎস্য চাষীর প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক মৎস্য চাষী সেবানন্দপুর গ্রামের আলী আকবর জানান, অন্যের কাছ থেকে মাছ চাষের জন্য ৬টি পুকুর লিজ নেই। মঙ্গলবার রাতে গ্রাম্য দলাদলির রেশ ধরে প্রতিপক্ষের লোকজন আমার তিনটি পুকুরে বিষ প্রয়োগে এই ক্ষতি সাধন করেছে।
×