ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুদীপ্ত ধ্রুব

মেটালিকার নতুন এ্যালবাম ॥ ‘হার্ডওয়্যার্ড... টু সেল্ফ ডেসট্রাক্ট’

প্রকাশিত: ০৩:৪২, ৩ নভেম্বর ২০১৬

মেটালিকার নতুন এ্যালবাম ॥ ‘হার্ডওয়্যার্ড... টু সেল্ফ ডেসট্রাক্ট’

হেভি মেটাল গানের ভক্ত অথচ মেটালিকার গান শোনেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন! নব্বই দশক থেকে শুরু করে আজ অবধি মেটালিকার বিচরণ চলছে সফলভাবেই। হেভি মেটাল, থ্র্যাশ মেটাল গান গেয়ে ব্যান্ডসঙ্গীতকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে মার্কিন হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। তাই হেভি আর থ্রাশ মেটাল বললেই ‘মেটালিকা’। ১৯৮১ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলসে সৃষ্টি গানের দলটি জন্ম থেকেই দুনিয়া মাতিয়েছে। ডেভ মাস্তেইন, রন ম্যাক, ক্লিফ বার্টন আর জেমস হেটফিল্ড তখন ছিলেন গান পাগল তরুণদের মুখে মুখে। ২০১৩ সালে দলটির ভক্ত ছিল ১০ কোটি। ড্রামার লারস আলরিক স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন দিলে ব্যান্ডটি গঠিত হয়। ব্যান্ডটির প্রাথমিক লাইনআপ ছিল ড্রামসে লারস আলরিক, রিদম গিটার ও ভোকালে জেমস হেটফিল্ড, লিড গিটারে কারক হ্যামেট এবং বেইজ গিটারিস্ট ছিলেন পরলোকগত ক্লিফ বারটন। বেইজ গিটারে বর্তমানে আছেন রবার্ট ট্রুজিলো। ১১০ মিলিয়ন রেকর্ড বাজারে বিক্রি করে মেটালিকা বর্তমানে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ হেভি মেটাল ব্যান্ড হিসেবে পরিচিত। ১১০ মিলিয়ন রেকর্ড বাজারে বিক্রি করে মেটালিকা বর্তমানে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ হেভি মেটাল ব্যান্ড হিসেবে পরিচিত। ১৯৮৬ সালে ‘মাস্টার অব পাপেটস’ এ্যালবামটি প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের আন্ডারগ্রাউন্ড ভক্ত ও সমালোচকদের সুদৃষ্টি গড়ে ওঠে। ব্যান্ডটিকে প্রথম সারির ৪টি বড় থ্রাশ মেটাল ব্যান্ডের মধ্যে (সেøয়ার, মেগাডেথ ও এ্যানথ্রাক্স অন্যতম ধরা হয়ে থাকে। মেটালিকা ২টি লাইভ এ্যালবাম, ৪৫টি সিঙ্গেলস, ২৪টি ভিডিও, ২টি ইপি এবং ৯টি স্টুডিও এ্যালবাম প্রকাশ করেছে। তাদের ৫ম এ্যালবাম বিলবোর্ডের ১ম স্থান দখল করে, যা তাদের মূলধারার শ্রোতাদের কাছাকাছি নিয়ে আসে। মেটালিকা ৯টি গ্রামি এ্যাডওয়ার্ড জিতে নেয়। ১৯৯১ সালে মেটালিকার ‘ব্ল্যাক’ (মেটালিকা) এ্যালবাম ১৬ মিলিয়ন কপি আমেরিকায় ও ২২ মিলিয়ন কপি সারা বিশ্বে বিক্রি হয় যা ছিল ২৫তম সর্বাধিক বিক্রীত এ্যালবাম। এ পর্যন্ত তাদের ৫,২২,৭১,০০০ কপি এ্যালবাম শুধু আমেরিকাতে বিক্রি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ১৮ নবেম্বর মেটালিকা নিয়ে আসছে তাদের নতুন এ্যালবাম ‘হার্ডওয়্যার্ড... টু সেল্ফ ডেসট্রাক্ট’। বারোটি নতুন গান দিয়ে সাজানো হয়েছে এই এ্যালবাম। ডাবল ডিস্ক দিয়ে সাজানো এই এ্যালবামে শ্রোতারা পাবেন সেই আগের মেটালিকাকে। মেটালিকার ফেসবুক পেইজে এর লাইভ সম্প্রচারে মেটালিকা প্রেমিদের মাঝে সেই আগের মেটালিকাকে ফিরে পাবার আশা জেগেছে। ‘হার্ডওয়্যার্ড... টু সেল্ফ ডেসট্রাক্ট’ এ্যালবাম এর প্রথম ট্র্যাক ‘ঐধৎফরিৎবফ’ প্রথম মুক্তি লাভ করে মেটালিকার অফিস লস এ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়াতে গরহহবধঢ়ড়ষরং ৎড়পশ ংঃধঃরড়হ থেকে। অনেক দিন পর মেটালিকার নতুন গান শুনে সবাই বিস্মিত হয়। সম্প্রতি মেটালিকাপ্রেমী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন- ছোটবেলার ফেবারিট ব্যান্ড ছিল মেটালিকা। সারাদিন পরে থাকতাম মেটালিকাকে নিয়ে। পরে শুরু করলাম তাদের স্টাইল অনুকরণ করা। তবে তাদের ‘লুলু’ এ্যালবামটা বের হওয়ার কিছুটা হতাশ হয়েছিলাম। মাঝে ক্ল্যাসিকগুলা শুনতাম, কিন্তু নতুন গানগুলা ভুলেও ছাড়তাম না। গতকাল টিমরকে দেখি মেটালিকার নতুন গান বের হইছে। এরপরে শুধু করার জন্য হইলেও শুনলাম। ৎ শুনার পরে চোখটা ঝাপসা হয়ে গেল। ‘হার্ডওয়্যার্ড... টু সেল্ফ ডেসট্রাক্ট’ এ্যালবাম বের করা সেই মেটালিকা আবার কেমন জানি নতুন করে ফিরে আসছে । অসম্ভব পাওয়ারফুল থ্র্যাশ মেটাল ব্যান্ডটা যেন ঘুম থেকে উঠল। আর লার্স উলরিক দেখিয়ে দিল সেই পারে ড্রাম সবার থেকে ভাল বাজাতে।
×