ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেল হত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র ‘ওরা চার, ওরা বীর’

প্রকাশিত: ০৩:৩৯, ৩ নভেম্বর ২০১৬

জেল হত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র ‘ওরা চার, ওরা বীর’

সংস্কৃতি ডেস্ক ॥ জেল হত্যা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘ওরা চার, ওরা বীর’। ১৯৭৫ সালের ৩ নবেম্বর বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়েছিল। প্রয়াত এই চার ব্যক্তিত্বর সংক্ষিপ্ত জীবনী, জাতীয় ক্ষেত্রে ভূমিকা ও হত্যা পরবর্তী দেশের অবস্থাকে আলোকপাত করে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটিতে। এ প্রামাণ্যচিত্রে জাতীয় চার নেতার স্বজনসহ ইতিহাসবিদরা অংশ নিয়েছেন। ‘ওরা চার, ওরা বীর’ অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার রাত ৯-৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে।
×