ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতের কাশ্মীরে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ

প্রকাশিত: ০৩:৩৭, ৩ নভেম্বর ২০১৬

ভারতের কাশ্মীরে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কর্র্তৃপক্ষ বুধবার শত শত স্কুল অনির্দিষ্টকালের জন্যে বন্ধের নির্দেশ দিয়েছে। ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের পর এ নির্দেশ দেয়া হয়। বিরোধপূর্ণ অঞ্চলটিতে উভয়পক্ষের সংঘর্ষে ১৪ বেসামরিক লোক নিহত হয়েছে। খবর এএফপির ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর রাজ্যের জম্মু অঞ্চলে সীমান্তের ওপার থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে ৮ বেসামরিক লোক নিহত হওয়ার পর প্রায় ৩শ’ স্কুল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সাম্বা ও রাজৌরি সেক্টরের দুটি স্থানে মঙ্গলবারের গোলাবর্ষণে দুই শিশুসহ ৮ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। সোমবার পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, নাগইয়াল সেক্টরের প্রায় ২৫টি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। সীমান্তের ওপার থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হামলায় ১৮মাস বয়সী একটি মেয়েসহ ৬ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। জম্মুর উর্ধতন কর্মকর্তার পাওয়ান কোতাল বলেন, বেসরকারী ও সরকারী প্রায় তিন শ’ স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। কিছু এলাকায় সারারাত ধরে গুলি বিনিময় হয়েছে। কিছু স্কুল আনুষ্ঠানিকভাবে খোলা ছিল তবে শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে আসতে পারেনি। ১ ডিসেম্বর থাইল্যান্ডের নতুন রাজা হবেন মহা ভাজিরালংকর্ন যুবরাজ মহা ভাজিরালংকর্ন ১ ডিসেম্বর থাইল্যান্ডের নতুন রাজা হতে যাচ্ছেন। এক শীর্ষস্থানীয় সূত্র বিবিসিকে এ কথা জানিয়েছে। সামরিক বাহিনীর তৈরি সংবিধানের খসড়া তিনি (ভাজিরালংকর্ন) অনুমোদন করবেন বলে আশা করা যাচ্ছে এবং তার রাজকীয় টিমের সিনিয়র কর্মকর্তাদের নিয়োগ দেয়াও শুরু করবেন। খবর বিবিসির। ভাজিরালংকর্নের বাবা রাজা ভূমিবল আদুলিয়াদেজ (৮৮) বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন। তিনি গত মাসের ১৩ তারিখ মারা যান। দেশটির সরকার থাই রাজার মৃত্যুতে এক বছর শোক ঘোষণা করেছে। রাজা ভূমিবল টানা ৭০ বছর পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অশান্তি ও একাধিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে থাইল্যান্ডের রাজাকে দেশটিতে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি সমুন্নত রাখতে স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো।
×