ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার ক্লিনটনের ক্ষমা করা মামলার নথি প্রকাশ করল এফবিআই

প্রকাশিত: ০৩:৩৬, ৩ নভেম্বর ২০১৬

এবার ক্লিনটনের ক্ষমা করা মামলার নথি প্রকাশ করল এফবিআই

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল নিয়ে নতুন করে তদন্তের ঘোষণা দেয়ার পর এফবিআই এবার আকস্মিকভাবে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষমা করা একটি মামলার নথি প্রকাশ করেছে। খবর এএফপির। ডেমোক্র্যাটিক দলের এক দাতার স্বামীকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষমা করা সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছে এফবিআই। নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এ নথি প্রকাশ সবাইকে বিস্মিত করেছে। ব্যবসায়ী মার্ক রিচকে ক্ষমা করা সংক্রান্ত ১২৯ পৃষ্ঠার নথি প্রকাশ ডেমোক্রেটদের মনে প্রশ্ন তৈরি করেছে। এতে হিলারি ই-মেইল তদন্তের ঘোষণায় আগে থেকে ক্ষুব্ধ ডেমোক্র্যাটদের ক্ষোভ আরও বেড়েছে। ২০০৫ সালে কোন চার্জ ছাড়াই রিচকে ক্ষমা করার ঘটনা নিয়ে এফবিআইয়ের তদন্ত শেষ হয়। রিচের নথি সোমবার অনলাইনে প্রকাশিত হলেও মঙ্গলবার এফবিআই এটি তাদের টুইটার এ্যাকাউন্টে প্রকাশ করে। এফবিআই জানায়, তথ্য স্বাধীনতা আইন (এফওআইএ)’র আওতায় তিন বা তার বেশি অনুরোধের প্রেক্ষিতে এ নথি প্রকাশ করা হয়েছে। হিলারির মুখপাত্র ব্রায়ান ফলঅন বলেন, ‘এফওআইএতে মামলার তারিখ এখানে অনুপস্থিত যা উদ্ভট।’ তিনি বলেন, এফবিআই কি এখন ৭০-এর দশকে ট্রাম্পের গৃহায়ণ নিয়ে বৈষম্যের নথি প্রকাশ করবে? এবারের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। এফবিআই এক বিবৃতিতে জানায়, আইন মেনে মামলার নথি প্রকাশ করা হয়েছে। এফবিআই ইঙ্গিত দিয়েছে, প্রাথমিকভাবে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। সামনে আরও তথ্য প্রকাশ করা হতে পারে। যুক্তরাষ্ট্রে কর ফাঁকির জন্য রিচ অভিযুক্ত হন। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল। এ সময় তিনি পালিয়ে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের সময় তিনি সুইজারল্যান্ডে নির্বাসিত জীবনযাপন করছিলেন এবং ২০১৩ সালে তিনি সেখানেই মারা যান। ২০০১ সালের ২০ জানুয়ারি ক্ষমতার শেষ দিনে বিল ক্লিনটন ব্যবসায়ী রিচকে ক্ষমা করে দেন। এফবিআই ওই বছর তাকে ক্ষমা করার বিষয়টি তদন্ত শুরু করে। রিচের সাবেক স্ত্রী ডেনিস আইজেনবার্গ রিচ ডেমোক্র্যাটিক দলের একজন বড় দাতা ছিলেন।
×