ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

থানায় সেবার মান বেড়েছে আরও বাড়বে ॥ আছাদুজ্জামান

প্রকাশিত: ০৮:৩৪, ২ নভেম্বর ২০১৬

থানায় সেবার মান বেড়েছে আরও বাড়বে ॥ আছাদুজ্জামান

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে। এখন আগের তুলনায় থানায় সেবার মান বেড়েছে। এ মান আরও বাড়ানো হবে। এমনটিই দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন- আগের তুলনায় থানার চিত্র পাল্টে গেছে। এখন উর্ধতন কর্মকর্তারা নিয়মিত থানা পরিদর্শনে যাচ্ছেন। পল্টন মডেল থানাকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দুটি পিকআপভ্যান হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, আইন যথাযথভাবে প্রয়োগের ক্ষেত্রে আমি দল, মত, জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি বিবেচনায় কখনও পিছ পা হই না। অপরাধী ধরার ক্ষেত্রে আমি যে কোন চাপকে অতি সহজেই অগ্রাহ্য করতে পারি, কারণ প্রধানমন্ত্রী আমাকে এভাবেই কাজ করার নির্দেশ দিয়েছেন। অনুষ্ঠানে ডিএমপি এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উর্র্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই ছাত্রলীগ নেতাকে ধরতে অভিযান ॥ প্রকাশ্যে রাজধানীতে অস্ত্রাবাজির দায়ে বহিষ্কৃত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে পুলিশ ততপর হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে। গুলিস্তানের হকার্স মার্কেট উচ্ছেদের সময় এ দুই নেতা অস্ত্রবাজি করায় শাহবাগ থানায় দায়েরকৃত মামলা বেশ গুরুত্ব দিয়েই তদন্ত করা হচ্ছে। রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার মোঃ আব্দুল বাতেন এসব তথ্য জানান। তিনি বলেন, তাদের গ্রেফতারে অভিযান চলছে। ছাত্রলীগের দুই নেতা সাব্বির ও আশিককে গ্রেফতারের জন্য এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ।
×