ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গ থেকে আনা অস্ত্রের চালান কে গ্রহণ করে তা শনাক্তে তদন্ত হচ্ছে

প্রকাশিত: ০৭:৫১, ২ নভেম্বর ২০১৬

পশ্চিমবঙ্গ থেকে আনা অস্ত্রের চালান কে গ্রহণ করে তা শনাক্তে তদন্ত হচ্ছে

শংকর কুমার দে ॥ গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার জন্য পশ্চিমবঙ্গ থেকে ঢাকায় আনা অস্ত্রের চালান কে গ্রহণ করেছিল তা শনাক্তের চেষ্টা করছে তদন্তকারী সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। বাংলাদেশ ও ভারত-দুই দেশের সুরক্ষিত সীমান্ত দিয়ে এত বড় অস্ত্রের চালান আসে কিভাবে তাও প্রশ্নবিদ্ধ। ভারত থেকে অস্ত্রের চালান ঢাকায় আনা হয়েছে বলা হলেও গ্রহণ করেছে কে, মূল হোতা কারা তাও অনুদঘাটিত। গুলশানে হামলাকারী নব্য জেএমবির প্রধান হিসেবে একবার তামিম আহমেদ চৌধুরী আবার আবদুর রহমান ওরফে সারোয়ান জাহান বলা হলেও তাদের ওপরের পর্যায়ের নেতৃত্বে কে বা কারা? এত বড় ও ভয়াবহ জঙ্গী হামলার ঘটনার চার মাস পরও হামলাকারী কোন জঙ্গীকেই এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার তদন্তের অনেক কিছুই এখনও রহস্যের জটে আটকা থাকায় তদন্ত কবে শেষ হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার দীর্ঘদিন পর হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলা হলেও কোন পথে কিভাবে কারা ঢাকায় এনেছে তা এখনও অনুদঘাটিত। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ দাবি করেছে, পাকিস্তানীরা ভারতের পশ্চিমবঙ্গের মালদায় একটি কারখানায় একে-২২ রাইফেল তৈরি করে তা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জে কে বা কারা অস্ত্রের চালান গ্রহণ করেছে, কিভাবে তা ঢাকায় এনে কোথায় মজুদ করা হয়েছিল তা এখন তদন্ত করে দেখা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ও ভারত-দুই দেশের সীমান্তরক্ষীর চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশে আনার পর সীমান্ত এলাকা থেকে ঢাকায় আনা হলো কিভাবে? গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার পর অভিযান শেষে যেসব অস্ত্র উদ্ধার করা হয় তার মধ্যে রয়েছে, ৩টি একে ২২ (টুয়েন্টি টু) গান, ৫টি ৯ এমএম পিস্তল, ১৩টি ম্যাগজিন। তাজা গুলি উদ্ধার হয়েছে- ৯ এমএম এর ৬টি, ৭ পয়েন্ট ৬৫ এর ২৪টি, একে ২২ এর ৩৫টি, পয়েন্ট টুটু বোরের ৪৪টি, ৬ পয়েন্ট ১ ইনটু ৬ বোরের ১২টি, ৭ পয়েন্ট ৬২ বোরের ২টি। ব্যবহৃত গুলির খোসা- ৯ এমএম এর ১০৫টি, ৭ পয়েন্ট ৬৫ এর ১৯৫টি, পয়েন্ট টুটু বোরের ৬টা। এছাড়াও গত ৮ অক্টোবর গাজীপুরে জঙ্গী আস্তানায় অভিযানে নিহত দুই জঙ্গীর ঘর থেকে উদ্ধার করা হয় একে ২২ রাইফেল। এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত দিয়ে আসছে কিভাবে এটাই এখন প্রশ্ন।
×