ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যে কোন মূল্যে সমাবেশ করবে বিএনপি ॥ নোমান

প্রকাশিত: ০৭:৫১, ২ নভেম্বর ২০১৬

যে কোন মূল্যে সমাবেশ করবে বিএনপি ॥ নোমান

স্টাফ রিপোর্টার ॥ ৭ নবেম্বর বিএনপি যে কোন মূল্যে সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ৭ নবেম্বর বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ যে কথা বলেছেন তা অনাকাক্সিক্ষত। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ওইদিন আমরা সমাবেশ করব হানিফ সাহেবের ক্ষমতা থাকলে যেন বাধা দেয়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ভয়েস অব ডেমোক্রেসি’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের কর্মকা-ে দেশের মানুষ আজ অসহায় এমন অভিযোগ করে নোমান বলেন, যুবলীগ ও ছাত্রলীগ তাদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সারাদেশে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। এ ক্ষেত্রে সরকার ও প্রশাসনের নীরবতা আমাদের হতাশ করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থে সংবিধান সংশোধন করেছে। জনগণের স্বার্থে আওয়ামী লীগ সংবিধান সংশোধান করেনি। দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। তাই ভবিষ্যতে দেশে প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হলে সংবিধানে এ সরকারের কিছু সংশোধন পুনর্বিবেচনা করা হবে। আয়োজক সংগঠনের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর হোসেন ও চিত্রনায়িকা শায়লা প্রমুখ। বিবাড়ীয়ার ঘটনা সুপরিকল্পিত- রিজভী ॥ বিবাড়ীয়ায় পবিত্র কাবা শরীফ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি পোস্ট করাকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, ৭ নবেম্বর বিএনপিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দেয়া হবে না বলে আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফের দেয়া বক্তব্য আওয়ামী লীগের নয়, তা তার নিজস্ব। তিনি বলেন, ৭ নবেম্বর সমাবেশ হবে। আমরা প্রত্যাশা করছি, আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশের অনুমতি দেবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই সমাবেশে মানুষের ঢল নামবে।
×