ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম ইউজিসি এ্যাওয়ার্ড পাচ্ছেন ১৯ শিক্ষক

প্রকাশিত: ০৭:৪৯, ২ নভেম্বর ২০১৬

অষ্টম ইউজিসি এ্যাওয়ার্ড পাচ্ছেন ১৯ শিক্ষক

স্টাফ রিপোর্টার ॥ অষ্টম ‘ইউজিসি এ্যাওয়ার্ড’ পাচ্ছেন ১৯ কৃতি শিক্ষক। ২০১৪ ও ২০১৫ সালে শিক্ষকদের গবেষণা ও প্রকাশনার জন্য এই এ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই এ্যাওয়ার্ড দেয়া হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এতে প্রধান অতিথি থাকবেন। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ১৯৮০ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০১৪ সালের জন্য ১০ জন এবং ২০১৫ সালের জন্য নয় জন শিক্ষক অষ্টম এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা ক্রেস্ট ও সার্টিফিকেটসহ তাদের প্রকাশিত প্রবন্ধের জন্য ৫০ হাজার টাকা এবং বইয়ের জন্য ৭৫ হাজার টাকা সম্মানী পাবেন।
×